إعدادات العرض
আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। আমরা ছিলাম শক্তিশালী এবং সক্ষম যুবক। আমরা কুরআন শেখার…
আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। আমরা ছিলাম শক্তিশালী এবং সক্ষম যুবক। আমরা কুরআন শেখার পূর্বে ঈমান শিখেছি, অতঃপর কুরআন শিখেছি এবং তার দ্বারা আমাদের ঈমান বেড়ে যায়।
জুনদুব ইবন আব্দুল্লাহ রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। আমরা ছিলাম শক্তিশালী এবং সক্ষম যুবক। আমরা কুরআন শেখার পূর্বে ঈমান শিখেছি, অতঃপর কুরআন শিখেছি এবং তার দ্বারা আমাদের ঈমান বেড়ে যায়।
الشرح
জুনদুব ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন: আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ছিলাম, তখন আমরা কিশোর ছিলাম, বয়ঃসন্ধির কাছাকাছি, শক্তিশালী ও সাহসী। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট প্রথমে ঈমান শিখেছি কুরআন শেখার আগে। তারপর আমরা কুরআন শিখেছি, ফলে তাতে আমাদের ঈমান আরও বৃদ্ধি পেয়েছে।فوائد الحديث
ঈমান বৃদ্ধি পায় এবং কমে — এই বিষয়টি স্পষ্ট করা।
তরুণ প্রজন্মকে লালন-পালনের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ এবং তাদের অন্তর ঈমান দ্বারা পূর্ণ করার প্রতি যত্নশীল হওয়া।
কুরআন ঈমান বৃদ্ধি করে, হৃদয়কে আলোকিত করে এবং বক্ষকে প্রশস্ত করে।
