إعدادات العرض
আনন্দ বিনাশকারীকে বেশি বেশি স্মরণ করো," অর্থাৎ মৃত্যু।
আনন্দ বিনাশকারীকে বেশি বেশি স্মরণ করো," অর্থাৎ মৃত্যু।
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আনন্দ বিনাশকারীকে বেশি বেশি স্মরণ করো," অর্থাৎ মৃত্যু।
[হাসান]
الترجمة
العربية Tiếng Việt Bahasa Indonesia Nederlands Kiswahili English অসমীয়া ગુજરાતી සිංහල Magyar ქართული Hausa Română ไทย Português मराठी ភាសាខ្មែរ دری አማርኛ Kurdîالشرح
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মৃত্যুকে বারবার স্মরণ করার আহ্বান জানিয়েছেন, কারণ মৃত্যু স্মরণ করলে পরকালের কথা মনে পড়ে যায় এবং তার অন্তরে পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য, বিশেষ করে হারাম সুখ-স্বাচ্ছন্দ্যের প্রতি ভালোবাসা ধ্বংস হয়ে যায়।فوائد الحديث
মৃত্যু দুনিয়ার আনন্দ কেড়ে নেয়, কিন্তু মুমিনের জন্য এটি তাকে আখেরাতের আনন্দ, জান্নাতের আনন্দ এবং সেখানে সে যে মহান কল্যাণ লাভ করবে তার দিকে নিয়ে যায়।
মৃত্যু এবং তার পরবর্তী ঘটনা স্মরণ করা তাওবা, পাপ থেকে বিরত থাকা এবং পরকালের জন্য প্রস্তুতির কারণ।
التصنيفات
দুনিয়ার প্রতি মোহের নিন্দা