যা কামনা করেছ তা এবং এর অনুরূপ তোমাকে প্রদান করা হলো।”

যা কামনা করেছ তা এবং এর অনুরূপ তোমাকে প্রদান করা হলো।”

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের জান্নাতীকে বলা হবে যে, তুমি কামনা কর। সে কামনা করতে থাকবে এবং আরো কামনা করবে। আল্লাহ তাকে বলবেন: তোমার যা কমন করার তা কি করেছ? সে বলবে, জ্বী! আল্লাহ বলবেন: যা কামনা করেছ তা এবং এর অনুরূপ তোমাকে প্রদান করা হলো।”

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, জান্নাতে প্রবেশকারীদের মধ্যে সর্বনিম্ন মর্যাদা ও স্তরের ব্যক্তিকেও বলা হবে: "ইচ্ছা প্রকাশ করো।" তখন সে ইচ্ছা প্রকাশ করবে এবং একের পর এক ইচ্ছা করতে থাকবে, এমনকি তার আর কোনো ইচ্ছাই অবশিষ্ট থাকবে না যা সে প্রকাশ করেনি। তখন তাকে বলা হবে: "তুমি কি সব ইচ্ছা প্রকাশ করেছ?" সে বলবে: "হ্যাঁ।" তখন তাকে বলা হবে: "তোমার সব ইচ্ছা পূরণ করা হবে এবং তার সাথে আরও অনুরূপ দেওয়া হবে।"

فوائد الحديث

জান্নাতবাসীদের মর্যাদার পার্থক্য।

আল্লাহ তাআলার মহান অনুগ্রহের বিবরণ।

জান্নাতের নিয়ামত কোনো নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ নয়, বরং সেখানে মুমিন তার সমস্ত ইচ্ছা ও মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ, দয়া ও মহানুভবতার প্রকাশ।

التصنيفات

আখেরাতের জীবন, জান্নাত ও জাহান্নামের গুণাগুণ