যে ব্যক্তি বদর ও হুদাইবিয়ায় উপস্থিত ছিল সে জাহান্নামে প্রবেশ করবে না।

যে ব্যক্তি বদর ও হুদাইবিয়ায় উপস্থিত ছিল সে জাহান্নামে প্রবেশ করবে না।

জাবির রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি বদর ও হুদাইবিয়ায় উপস্থিত ছিল সে জাহান্নামে প্রবেশ করবে না।"

[সহীহ] [এটি আহমাদ বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, হিজরতের দ্বিতীয় বছরে সংঘটিত বদরের যুদ্ধে যারা উপস্থিত ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে যুদ্ধ করেছিলেন, অথবা হুদায়বিয়ার সন্ধিতে যারা উপস্থিত ছিলেন, যার মধ্যে হিজরতের ষষ্ঠ বছরে সংঘটিত রিদওয়ানের শপথও অন্তর্ভুক্ত ছিল, তারা জাহান্নামে প্রবেশ করবে না।

فوائد الحديث

এতে বদর ও হুদাইবিয়ার লোকদের ফজিলত এবং তারা জাহান্নামে প্রবেশ করবে না বলে উল্লেখ করা হয়েছে।

একটি বার্তা যে, আল্লাহ তাদের অন্যায়সমূহের জিম্মাদার এবং তিনি তাদের ঈমান সহকারে মৃত্যুবরণ করার জন্য তাদের তাওফিক দিবেন এবং জাহান্নামের আযাব ছাড়াই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এটি আল্লাহর অনুগ্রহ, যা তিনি যাকে ইচ্ছা দান করেন এবং আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।

التصنيفات

সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের ফযীলত, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের স্তরসমূহ, সাহাবীগণের ফযীলত