রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাতে {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} এবং {قُلْ هُوَ اللهُ أَحَدٌ} পাঠ…

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাতে {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} এবং {قُلْ هُوَ اللهُ أَحَدٌ} পাঠ করেছেন।

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাতে {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} এবং {قُلْ هُوَ اللهُ أَحَدٌ} পাঠ করেছেন।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাত রাতিব সালাতে ফাতিহার পর প্রথম রাকাতে {قل يا أيها الكافرون} (কাফিরুন) দ্বিতীয় রাকাতে {قل هو الله أحد} (ইখলাস) পড়তেন।

فوائد الحديث

ফজরে সুন্নাতে ফাতিহার পর এই দুই সূরা পড়া মুস্তাহাব।

এই দু’টি সূরাকে সূরা ইখলাস বলা হয়; কারণ সূরা কাফিরুনে মুশরিকরা আল্লাহ ছাড়া যার ইবাদত করে তার সবকিছু থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করা হয়েছে এবং তারা আল্লাহর বান্দা নয়, কারণ তাদের শিরক তাদের আমলকে বরবাদ করে দিবে। বস্তুত আল্লাহ তা‘আলাই সকল ইবাদতের হকদার আর সূরা ইখলাসে আল্লাহর তাওহীদ, ইখলাস ও তার সিফাতের বর্ণনা রয়েছে।

التصنيفات

সালাতের পদ্ধতি