“তোমরা দুর্বলদের (দু‘আয়) ওয়াসীলায়ই সাহায্য প্রাপ্ত ও রিয্ক প্রাপ্ত হচ্ছ”।

“তোমরা দুর্বলদের (দু‘আয়) ওয়াসীলায়ই সাহায্য প্রাপ্ত ও রিয্ক প্রাপ্ত হচ্ছ”।

মুস‘আব ইবনু সা‘দ হতে বর্ণিত, তিনি বলেন সা‘দ রাদিয়াল্লাহু আনহু -এর ধারণা ছিল অন্যদের চেয়ে তাঁর মর্যাদা অধিক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমরা দুর্বলদের (দু‘আয়) ওয়াসীলায়ই সাহায্য প্রাপ্ত ও রিয্ক প্রাপ্ত হচ্ছ”।

[সহীহ] [এটি বুখারী বর্ণনা করেছেন।]

الشرح

সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার সাহসিকতা এবং অনুরূপ কাজের কারণে ভেবেছিলেন যে তিনি তার নীচের দুর্বল লোকদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন! তারপর তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: তোমরা তো তোমাদের দুর্বলদের দোআ, সালাত ও ইখলাস ছাড়া বিজয় এবং রিযিক লাভ কর না? তারা প্রায়শই দোআয় আরও আন্তরিক এবং তাদের ইবাদতে আরও বিনয়ী হয়, কারণ তাদের হৃদয় এই পৃথিবীর সাজসজ্জার প্রতি আসক্তি থেকে মুক্ত।

فوائد الحديث

নম্রতাকে উৎসাহিত করা এবং অন্যদের প্রতি অহংকার প্রতিরোধ করা।

ইবনু হাজার বলেন: যদি শক্তিশালী ব্যক্তি তার সাহসের কারণে জয়ী হয়, তাহলে দুর্বল ব্যক্তি তার দোআ এবং আন্তরিকতার কারণে জয়ী হয়।

দরিদ্রদের প্রতি সদয় হতে এবং তাদের অধিকার দিতে মানুষকে উৎসাহিত করুন, কারণ এটি আপনার জন্য আল্লাহর করুণা এবং সাহায্যের অন্যতম কারণ।

التصنيفات

ভালো লোকদের অবস্থাসমূহ