তোমাদের দুর্বলদের কারণেই তোমাদেরকে সাহায্য করা হয় এবং রুযী দেওয়া হয়।

তোমাদের দুর্বলদের কারণেই তোমাদেরকে সাহায্য করা হয় এবং রুযী দেওয়া হয়।

সা’দ ধারণা করলেন যে, তার চেয়ে নিম্নশ্রেণীর লোকের উপর তাঁর মর্যাদা রয়েছে। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমাদেরকে দুর্বলদের কারণেই সাহায্য করা হয় এবং রুযী দেওয়া হয়।” আবূ দারদা উআইমির রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, “আমার জন্য তোমরা দুর্বলদেরকে খুঁজে আনো, কেননা তোমাদের দুর্বলদের কারণে তোমাদেরকে সাহায্য করা হয় এবং রুযী দেওয়া হয়।”

[সহীহ] [এটি বুখারী বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।]

الشرح

হাদীস দুটি প্রমাণ করে যে, উম্মতের মধ্যে দুর্বলগণই সাহায্য লাভ ও রিযিকের কারণ হয়ে থাকে। যখন কোন মানুষ তাদের লালন পালন করে এবং তাদের প্রতি দয়া করে এবং আল্লাহ তা‘আলা তাদেরকে যা দান করেছে তা থেকে তাদের দান করেন তা অবশ্যই দুশমণের ওপর সাহায্য লাভ ও রিযিক হাসিলের কারণ হবে। কারণ, আল্লাহ তা‘আলা সংবাদ দেন যে, যখন কোন মানুষ তার রবের উদ্দেশ্যে দান করে আল্লাহ অবশ্যই তাকে তার বিনিময় দান করেন। আল্লাহ বলেন, যখন তোমরা কোন কিছু দান কর তিনিই তার বিনিময় দান করেন। আর তিনিই উত্তম রিযিক দাতা। [সূরা সাবা, আয়াত: ৩৯]

التصنيفات

ভালো লোকদের অবস্থাসমূহ