আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করে বললাম, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে কোন জিনিস…

আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করে বললাম, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে কোন জিনিস দিয়ে আরম্ভ করতেন? তিনি বললেন, মিসওয়াক দিয়ে।

শুরাই ইবন হানী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করে বললাম, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে কোন জিনিস দিয়ে আরম্ভ করতেন? তিনি বললেন, মিসওয়াক দিয়ে।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম রাতে অথবা দিনে যখনই ঘরে প্রবেশ করতেন তার আদর্শ ছিল মিসওয়াক দিয়ে শুরু করা।

فوائد الحديث

সাধারণভাবে সব সময় মিসওয়াক করার বিধান রয়েছে, এটি বেশী গুরুত্ব লাভ করে: সেসব সময় যার প্রতি শরীয়ত উৎসাহ প্রদান করেছে, যেমন: ঘরে প্রবেশ করার সময়, সালাতের সময়, অযুর সময়, ঘুম থেকে উঠার সময় ও মুখের গন্ধ পরিবর্তন হওয়ার সময়।

তাবেয়ীদের নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ও তার সুন্নাত সম্পর্কে জিজ্ঞেস করার আগ্রহের বর্ণনা, যেন তারা তার অনুসরণ করতে সক্ষম হন।

আহলে ইলম এবং যে ইলম সম্পর্কে খবর রাখেন, তার থেকে ইলম গ্রহণ করা, যেমন আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে ঘরে প্রবেশ করার সময় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে।

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের তার পরিবারের সাথে সুন্দর আচরণ করা, যেমন তিনি প্রবেশ করার সময় নিজের মুখ পরিস্কার করতেন।

التصنيفات

স্বভাবগত সুন্নত