রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে প্রবেশ করে সর্বপ্রথম কোন কাজটি করতেন? ‘আয়েশা…

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে প্রবেশ করে সর্বপ্রথম কোন কাজটি করতেন? ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বললেন, সর্বপ্রথম মিসওয়াক করতেন।

শুরাইহ ইবন হানী রহ. বলেন, আমি ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে প্রবেশ করে সর্বপ্রথম কোন কাজটি করতেন? তিনি বললেন, সর্বপ্রথম মিসওয়াক করতেন।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা সংবাদ দেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে প্রবেশ করে সর্বপ্রথম মিসওয়াক করতেন। সব সময় মিসওয়াক করা শরী‘আত অনুমোদিত। তবে কিছু কিছু সময় মিসওয়াক করা শরী‘আত মুস্তাহাব করেছে। সে সময়গুলোর অন্যতম হলো, গৃহে প্রবেশের সময় মিসওয়াক করা। সম্ভবত সেটার কারণ হচ্ছে, বাহিরে জনসম্মুখে অধিক কথাাবার্তার দরুন সাধারণত মুখে যে অস্বাভাবিকতা সৃষ্টি হয় তা দূর করা।

التصنيفات

স্বভাবগত সুন্নত