“যে দিনগুলোতে সূর্য উদিত হয়ে থাকে, তাদের মধ্যে সর্বত্তম হচ্ছে জুমু‘আর দিন।

“যে দিনগুলোতে সূর্য উদিত হয়ে থাকে, তাদের মধ্যে সর্বত্তম হচ্ছে জুমু‘আর দিন।

আবূ হুরাইরা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে দিনগুলোতে সূর্য উদিত হয়ে থাকে, তাদের মধ্যে সর্বত্তম হচ্ছে জুমু‘আর দিন। এদিনে আদামকে সৃষ্টি করা হয়েছিল, এ দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, এ দিনেই তাকে সেখান থেকে বের করা হয়েছিল। আর জুমু‘আর ‍দিন ছাড়া কিয়ামত কায়েম হবে না।”

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, যে সমস্ত দিনে সূর্য ওঠে তার মধ্যে জুমু‘আহর দিন উত্তম। জুমু‘আহর দিনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে: আল্লাহ তা‘আলা এদিনে আদাম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এ দিনেই তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, এ দিনেই তাকে সেখান থেকে বের করা হয়েছিল এবং পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল আর জুমু‘আর দিনেই কিয়ামাত অনুষ্টিত হবে।

فوائد الحديث

সপ্তাহের অন্যান্য দিন অপেক্ষা জুমু‘আর দিনের ফযীলত।

জুমু‘আর দিনে সৎ আমল বৃদ্ধি করা, আল্লাহ তা‘আলার রহমত লাভের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং তাঁর ক্রোধ থেকে বেঁচে থাকার ব্যাপারে উৎসাহিত করা।

হাদীসে উল্লেখিত জুমু‘আর দিনের বৈশিষ্ট্যসমূহ যেগুলি বর্ণনা করা হয়েছে, এ ব্যাপারে বলা হয়ে থাকে: এগুলো জুমু‘আর দিনের ফযীলত হিসেবে নয়; কেননা আদামকে বের করে দেওয়া এবং কিয়ামাত কায়েম হওয়া ফযীলত হিসেবে ধর্তব্য নয়, আবার কেউ কেউ বলেছেন: এগুলোও ফযীলত হিসেবে উল্লেখিত হয়েছে; কেননা আদমকে বের করে দেওয়া তার বংশধরদের মধ্য হতে নবী, রাসূল ও নেককার বান্দাদের অস্তিত্বের কারণ আর কিয়ামাত কায়েম হওয়া নেককার বান্দাদের পুরষ্কার প্রাপ্তি এবং আল্লাহ তাদের জন্য যে সম্মান প্রস্তুত রেখেছেন তা অর্জনের ক্ষেত্র দ্রুত তৈরী হয়।

এ বর্ণনা ছাড়াও জুমু‘আর দিনের অনেকগুলি বৈশিষ্ট্য অন্যান্য হাদীসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে: এ দিনে আদামের তাওবা গ্রহণ করা হয়েছিল, এ দিনেই তিনি মৃত্যুবরণ করেছিলেন, এ দিনে এমন একটি সময় রয়েছে যখন কোন মুমিন ব্যক্তি সালাত আদায় করে কোন জিনিস চাইলে আল্লাহ তা প্রদান করেন।

বছরের শ্রেষ্ট দিন হচ্ছে আরাফার দিন, বলা হয়ে থাকে: নহরের (কুরবানীর) দিন, সপ্তাহের শ্রেষ্ট দিন হচ্ছে জুমু‘আর দিন এবং বছরের শ্রেষ্ট রাত হচ্ছে লাইলাতুল কদর।

التصنيفات

পূর্বের নবী ও রাসূলগণ আলাইহিমুস সালাম