“যে ব্যক্তি তার স্ত্রীর সাথে গুহ্যদ্বারে সঙ্গম করে সে অভিশপ্ত”।

“যে ব্যক্তি তার স্ত্রীর সাথে গুহ্যদ্বারে সঙ্গম করে সে অভিশপ্ত”।

আবূ হুরাইরা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি তার স্ত্রীর সাথে গুহ্যদ্বারে সঙ্গম করে সে অভিশপ্ত”।

[হাসান] [رواه أبو داود والنسائي في الكبرى وأحمد]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর গুহ্যদ্বারে স্বামীর সঙ্গম করা মর্মে সতর্ক করছেন; সে অভিশপ্ত ও আল্লাহর রহমত হতে বিতাড়িত এবং তা কবিরা গুনাহসমূহের একটি।

فوائد الحديث

নারীদের পশ্চাৎদ্বারে গমন করা হারাম।

নারীর গুহ্যদ্বার ব্যতীত তার শরীর উপভোগ করা বৈধ।

মুসলিম আল্লাহর নির্দেশ মোতাবেক নারীর যৌনাঙ্গ দিয়ে সহবাস করেন; পশ্চাৎদ্বার দিয়ে স্ত্রীগমন করা হলে স্বাভাবিক প্রকৃতির বিকৃতি ঘটে, বংশ পরম্পরা বিনষ্ট হয় এবং তা সুস্থ স্বভাবের রীতি বিরুদ্ধ কাজ ও স্বামী-স্ত্রী উভয়ের ক্ষতির কারণ।

التصنيفات

বিবাহের আদব