তোমরা সাদা পোশাক পরো, কারণ এটি তোমাদের পোশাকের মধ্যে সর্বোত্তম এবং তোমাদের মৃতদেরকে এতে কাফন দাও।

তোমরা সাদা পোশাক পরো, কারণ এটি তোমাদের পোশাকের মধ্যে সর্বোত্তম এবং তোমাদের মৃতদেরকে এতে কাফন দাও।

ইবনু আব্বাস রদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তোমরা সাদা পোশাক পরো, কারণ এটি তোমাদের পোশাকের মধ্যে সর্বোত্তম এবং তোমাদের মৃতদেরকে এতে কাফন দাও।"

[সহীহ]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের সাদা পোশাক পরতে এবং তাতে মৃতদের কাফন পরাতে নির্দেশ দেন। এটি উত্তম পোশাকগুলির মধ্যে একটি।

فوائد الحديث

সাদা পোশাক পরা মুস্তাহাব, তবে অন্যান্য রঙের পোশাকও অনুমোদিত।

মৃতদের সাদা পোশাকে কাফন দেওয়া মুস্তাহাব।

আশ-শাওকানী বলেন: হাদীসটি সাদা পোশাক পরা এবং তাতে মৃতদের কাফন দেওয়ার বৈধতা সম্পর্কে ইঙ্গিত করে। এটি অন্যান্য পোশাকের তুলনায় বেশী ভালো ও উত্তম। এটি সবচেয়ে ভালো এটি স্পষ্ট। এটি সবচেয়ে পবিত্র হওয়ার কারণ হল এর উপর যে সামান্যতম জিনিসও পড়ে তা দৃশ্যমান হয়, ফলে এটিই উত্তম।

التصنيفات

পোশাক-আশাকের আদব