إعدادات العرض
“তোমরা সর্বাগ্রে প্রথম কাতার পূর্ণ করবে, তারপর তার পরবর্তী কাতার পূর্ণ করবে। এরপর কোন কাতার অসম্পূর্ণ থাকলে তা…
“তোমরা সর্বাগ্রে প্রথম কাতার পূর্ণ করবে, তারপর তার পরবর্তী কাতার পূর্ণ করবে। এরপর কোন কাতার অসম্পূর্ণ থাকলে তা যেন শেষ কাতারে হয়”।
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা সর্বাগ্রে প্রথম কাতার পূর্ণ করবে, তারপর তার পরবর্তী কাতার পূর্ণ করবে। এরপর কোন কাতার অসম্পূর্ণ থাকলে তা যেন শেষ কাতারে হয়”।
[সহীহ]
الشرح
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাতে সালাত আদায়কারী পুরুষদেরকে প্রথমে প্রথম সারি পূর্ণ করার নির্দেশ দিয়েছেন, এরপর পরবর্তী সারি পূর্ণ করতে বলেছেন, এভাবেই একে একে সারিগুলো পূর্ণ করতে হবে। আর যদি কোনো সারিতে ঘাটতি থাকে, তাহলে তা যেন হয় শেষ সারিতে।فوائد الحديث
কাতার সোজা করার সুন্নাহর বিবরণ।
সালাত আদায়কারীদের উচিত নয় যে, তারা সামনের কাতারে ঘাটতি রেখে দেবে; বরং যদি কোথাও ঘাটতি থাকে, তাহলে তা যেন হয় সর্বশেষ কাতারে।
