“যা মাতাল করে তার কম ও বেশি হারাম।”

“যা মাতাল করে তার কম ও বেশি হারাম।”

জাবির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যা মাতাল করে তার কম ও বেশি হারাম।”

[হাসান] [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন যে, যে কোনও পানীয় বা খাবার যা বেশি পরিমাণে গ্রহণ করলে মানসিক মাতাল অবস্থা সৃষ্টি করে তা কম পরিমাণে গ্রহণ করাও হারাম, এমনকি যদি তা মানসিক অবসাদ নাও ঘটায়।

فوائد الحديث

মানুষের মনে শরিয়া সংরক্ষণ করা।

উপায়গুলোকে বন্ধ করার কথা বিবেচনা করার বৈধতা, অর্থাৎ সেইসব মন্দ কাজের দিকে পরিচালিত করে এমন সবকিছু বন্ধ করে দেওয়া।

অল্প পরিমাণে নেশাজাতীয় দ্রব্য হারাম; কারণ এটি মাতাল হওয়ার একটি মাধ্যম।

যদি কোন জিনিস নেশা সৃষ্টি না করে, অল্পও না বেশিও না, তাহলে তা হারাম নয়।

التصنيفات

হারাম পানীয়