“আমি তো প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্যে।”

“আমি তো প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্যে।”

আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আমি তো প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্যে।”

[হাসান]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, আল্লাহ তাআলা তাঁকে প্রেরণ করেছেন মানুষের চরিত্রের মাহাত্ম্য ও সৌন্দর্যকে পরিপূর্ণ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূর্ববর্তী নবী-রাসূলগণের ধারাবাহিকতায় প্রেরিত হয়েছেন এবং আরবদের ভালো চরিত্রকে পরিপূর্ণ করার জন্য এসেছেন। আরবরা ভালো কাজকে ভালোবাসত এবং মন্দ কাজকে ঘৃণা করত। তারা ছিলেন সাহসিকতা, উদারতা ও মহানুভবতায় ভরপুর। তবে তাদের চরিত্রে কিছু ত্রুটি ও অপূর্ণতা ছিল, যেমন বংশগত গৌরব করা, অহংকার প্রদর্শন, গরিবদের তুচ্ছ তাচ্ছিল্য করা ইত্যাদি।

فوائد الحديث

ভালো চরিত্র অর্জনের প্রতি উৎসাহিত করা এবং খারাপ চরিত্র থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামী শরীয়তে ভালো চরিত্রের গুরুত্ব অপরিসীম এবং এটি ইসলামের অন্যতম প্রধান অগ্রাধিকার।

জাহিলিয়াতের যুগে আরবদের মধ্যে কিছু ভালো চরিত্রের অবশিষ্টাংশ ছিল, যেমন উদারতা, সাহসিকতা, আতিথেয়তা এবং প্রতিশ্রুতি রক্ষা করা ইত্যাদি। ইসলাম এসেছিল তাদের ভালো চরিত্রগুলোকে পরিপূর্ণ করার জন্য।

التصنيفات

প্রশংসিত চরিত্রসমূহ