“তোমরা ক্রন্দনরত অবস্থা ছাড়া এমন লোকদের আবাস স্থলে প্রবেশ করো না যারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে

“তোমরা ক্রন্দনরত অবস্থা ছাড়া এমন লোকদের আবাস স্থলে প্রবেশ করো না যারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে

‘আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজর নামক স্থান অতিক্রম করলাম, তখন তিনি আমাদেরকে বললেন, “তোমরা ক্রন্দনরত অবস্থা ছাড়া এমন লোকদের আবাস স্থলে প্রবেশ করো না যারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে; যেন তাদের প্রতি যে বিপদ এসেছিল তোমাদের প্রতি সে রকম বিপদ না আসে”। অতঃপর তিনি তা পিছনে না ফেলা পর্যন্ত বাহনকে দ্রুত হাঁকান।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন সামুদ জাতির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি শাস্তিপ্রাপ্ত এবং নিজেদের উপর জুলুম করা ব্যক্তিদের দেশে প্রবেশ করতে নিষেধ করেছেন, যদি না প্রবেশকারী ব্যক্তি কাঁদতে কাঁদতে তাদের দ্বারা উপদেশ গ্রহণ করে প্রবেশ করে। তাদের উপর যে আযাব এসেছিল সেই একই আযাব তাকেও ভোগ করতে হবে এই ভয়ে। অতঃপর তিনি তাঁর বাহনকে চিৎকার করে চালনা করলেন এবং তা পাশ কাটিয়ে না যাওয়া পর্যন্ত দ্রুত গতিতে এগিয়ে গেলেন।

فوائد الحديث

আল্লাহ তা‘আলা যাদের ধ্বংস করেছেন তাদের অবস্থার উপর চিন্তা করা এবং তারা কী অবস্থায় পড়েছে সে সম্পর্কে সতর্ক থাকা; আর নিদর্শনগুলো চিন্তা করতে অবহেলা করা থেকে সাবধান থাকা।

এই শাস্তিপ্রাপ্ত লোকদের ঘর-বাড়ি তাদের পরে আর বসতি স্থাপন করা হবে না এবং তা স্বদেশ হিসেবে গ্রহণ করা যাবে না; কারণ একজন বাসিন্দা সবসময় কাঁদতে পারে না, অথচ এই অবস্থা ব্যতীত সেখানে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

আন-নওয়াবী বলেন: এটি অত্যাচারীদের দেশ এবং শাস্তির স্থানগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে উৎসাহিত করে এবং মুহাসসির উপত্যকায় তাড়াহুড়ো করার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য; যেহেতু হস্তিবাহিনী সেখানে ধ্বংস হয়েছে, তাই যারা এই ধরনের স্থানগুলোর পাশ দিয়ে যাবেন তাদের সতর্ক থাকা উচিত, ভীত থাকা উচিত এবং কাঁদা উচিত এবং তাদের ও তাদের মৃত্যুর কথা বিবেচনা করে উপদেশ গ্রহণ করা উচিত এবং এ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা উচিত।

নিষেধাজ্ঞা এবং সতর্কীকরণের মধ্যে রয়েছে সামুদ জাতি ও তাদের মত পাপী অন্যান্য জাতি যাদের উপর শাস্তি নেমে এসেছে।

পর্যটন, বিনোদন এবং অনুরূপ কাজের জন্য এই স্থান ও এই জাতীয় অন্যান্য স্থান ব্যবহার করা নিষিদ্ধ।

التصنيفات

সফরের আদব ও বিধানাবলি