“যখন তুমি সিজদা করো তোমার হাতের তালু মাটিতে রাখো এবং উভয় কনুই উচু করে রাখো”।

“যখন তুমি সিজদা করো তোমার হাতের তালু মাটিতে রাখো এবং উভয় কনুই উচু করে রাখো”।

বারা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তুমি সিজদা করো তোমার হাতের তালু মাটিতে রাখো এবং উভয় কনুই উচু করে রাখো”।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সিজদার সময় হাতের অবস্থান স্পষ্ট করেছেন। তা হল দুই হাতের তালুকে হাতের আঙ্গুলগুলো মিলিয়ে কিবলার দিকে করে মাটিতে রাখবে, যেখানে দুই কনুই - হাত ও বাহুর জয়েন্ট- মাটির স্পর্শ হতে উপরে থাকবে এবং দুই পাশ থেকে দূরে থাকবে।

فوائد الحديث

সালাতরত ব্যক্তির জন্য তার হাতের তালু মাটিতে রাখা ওয়াজিব। উল্লেখ্য যে, হাতের তালুগুলো সেজদার সাতটি অঙ্গ হতে দু’টি অঙ্গ।

দুই হাতকে মাটি থেকে উপরে থাকা মুস্তাহাব এবং হিংস্র প্রাণীর ন্যায় বিছিয়ে রাখা মাকরুহ।

ইবাদতে উদ্যমতা, শক্তি ও আগ্রহ জাহির করা বৈধ।

মুসল্লি যখন সাজদার সকল অঙ্গের উপর ভর করেন, তখন প্রত্যেক অঙ্গ তার হক গ্রহণ করতে পারে।

التصنيفات

সালাতের পদ্ধতি