إعدادات العرض
ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে।
ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে।
আবূ কাতাদাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। অতএব যে কেউ এমন কিছু দেখবে, যা সে অপছন্দ করে, সে যেন বামদিকে তিনবার হালকা থুতু ফেলে এবং শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চায়। তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না।" আর জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ এমন কিছু দেখবে, যা সে অপছন্দ করে, সে যেন তার বামদিকে তিনবার থুতু ফেলে এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে তিনবার আশ্রয় চায় এবং যে পার্শ্বে সে ঘুমিয়েছিল তা যেন পরিবর্তন করে।
[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন। - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]
الترجمة
العربية English Español فارسی Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी Tiếng Việt සිංහල ئۇيغۇرچە Kurdî Kiswahili Português தமிழ் Nederlands অসমীয়া ગુજરાતી አማርኛ پښتو Hausa ไทย മലയാളം नेपालीالشرح
এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, নিশ্চয় যে স্বপ্ন শয়তানের কু-মন্ত্রণা ও সংমিশ্রণ থেকে নিরাপদ, তা বান্দার ওপর আল্লাহর নে‘আমতসমূহের মধ্য থেকে একটি বিশেষ নে‘আমত, মু’মিনদের জন্য সু-সংবাদ, অমনোযোগীদের জন্য সতর্কবার্তা এবং সত্যবিমুখদের জন্য উপদেশ। আর খারাপ স্বপ্ন হল ‘এলোমেলো অলীক স্বপ্ন। তা মানবাত্মার ওপর শয়তানের বিভ্রান্তি সৃষ্টি, কু-মন্ত্রণা প্রদান, ভীতি প্রদর্শন এবং যে সব বস্তু কারো দুশ্চিন্তা পেরেশানির কারণ হয় তা টেনে আনা বৈ আর কিছু নয়। এগুলো অনেক সময় একজন মানুষকে অসুস্থ করে তুলে। কারণ, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে এমন কর্মই পছন্দ করে যা একজন মানুষকে কষ্ট দেয় এবং দুশ্চিন্তায় ফেলে। তাই যখন কোনো ব্যক্তি স্বপ্নে এমন কিছু দেখে যা তার মধ্যে ভীতি সঞ্চার করে, দুশ্চিন্তায় ফেলে এবং হতাশাগ্রস্ত করে, তার উচিত হলো, ঐ সব উপায়গুলো অবলম্বন করা যেগুলো শয়তানের কু-মন্ত্রণা ও ষড়যন্ত্রকে প্রতিহত করে। এর চিকিৎসা হাদীস অনুযায়ী নিম্নরূপ: প্রথমত: বাম দিকে তিনবার থুতু ফেলা। দ্বিতীয়ত: তার অনিষ্টতা ও ক্ষতি প্রতিহত করার জন্য বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট তিনবার আশ্রয় চাওয়া। তৃতীয়ত: যদি সে বাম কাতে শায়িত থাকে তা পরিবর্তন করে ডান কাতে শুবে আর যদি ডান কাতে শায়িত থাকে তাহলে বাম কাতে শুবে। যখন কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের কথার ওপর বিশ্বাস রেখে এবং প্রতিহতকারী উপায়-উপকরণের ওপর আস্থা রেখে উল্লিখিত পদ্ধতিতে আমল করে তাহলে আল্লাহ চাহেত এ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না।التصنيفات
স্বপ্নের আদব