হানাহানির সময় ইবাদত করা আমার দিকে হিজরত করা মতো

হানাহানির সময় ইবাদত করা আমার দিকে হিজরত করা মতো

মা‘কাল ইবন ইয়াসার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ সনদে বর্ণিত, “হানাহানির সময় ইবাদত করা আমার দিকে হিজরত করা মতো”।

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

যে ব্যক্তি ফিতনা, হত্যা, বিভিন্ন বিষয়ে ভালো-মন্দের সংমিশ্রণ ও দীন বিনষ্ট হওয়ার স্থানসমূহ থেকে দূরে থাকবে, অতঃপর সে আল্লাহর ইবাদাতে মগ্ন হবে এবং রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হিজরত করার মতো সাওয়াব ও বিনিময় লাভ করবে।

التصنيفات

সৎকাজের ফযীলত