“আল্লাহ তা‘আলা আমার নিকট অহী পাঠিয়েছেন যে, তোমরা পরস্পর বিনয়ী হও, যেন কেউ কারো উপরে অহংকার না করে এবং সীমালঙ্ঘনও…

“আল্লাহ তা‘আলা আমার নিকট অহী পাঠিয়েছেন যে, তোমরা পরস্পর বিনয়ী হও, যেন কেউ কারো উপরে অহংকার না করে এবং সীমালঙ্ঘনও না করে।”

ইয়ায ইবনু হিমার আল মুজাশি’ঈ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাহ প্রদানকালে বললেন: তিনি হাদীসটি পুরো বললেন আর তাতে ছিল: “আল্লাহ তা‘আলা আমার নিকট অহী পাঠিয়েছেন যে, তোমরা পরস্পর বিনয়ী হও, যেন কেউ কারো উপরে অহংকার না করে এবং সীমালঙ্ঘনও না করে।”

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের উদ্দেশ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন আর তাঁর কথার মধ্যে ছিল: আল্লাহ তাঁর নিকট অহী করেছেন যে, মানুষ যেন নিজেদের মধ্যে বিনয়ী হয়, আর তা হল মানুষের কাছে তাদের ডানা নীচু করে এবং ভদ্র হয়ে, যাতে কেউ তাদের বংশ, সম্পদ বা অন্য কিছুর মাধ্যমে কারো উপর মহত্ত্ব, গর্ব বা সম্মান দাবি করে গর্ব না করে এবং কেউ কারো বিরুদ্ধে অন্যায় বা সীমালঙ্ঘন না করে।

فوائد الحديث

হাদীসটি নম্রতার উপর এবং মানুষের প্রতি অহংকার ও উচ্চতা প্রকাশ না করার জন্য উৎসাহিত করে।

সীমালঙ্ঘন ও অহংকার থেকে নিষেধ করা।

আল্লাহর প্রতি বিনয়ের দুটি অর্থ রয়েছে: প্রথম অর্থ: আল্লাহর দীনের জন্য বিনয়ী হওয়া উচিত, তাই দীনের প্রতি অহংকার করো না, এর উপর গর্ব করো না, এর বিধান পালনেও অহংকার করো না। দ্বিতীয়ত: আল্লাহর জন্য আল্লাহর বান্দাদের সামনে বিনয়ী হওয়া, তাদের ভয়ে নয়, অথবা তাদের যা আছে তার আশায় নয়, বরং আল্লাহ তা‘আলার জন্য।

التصنيفات

প্রশংসিত চরিত্রসমূহ, অন্তরের আমলসমূহ