রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলার পর যতক্ষণ পর্যন্ত সাজদায় না…

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলার পর যতক্ষণ পর্যন্ত সাজদায় না যেতেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ পিঠ বাঁকা করত না। তিনি সাজদায় যাওয়ার পর আমরা সাজদায় যেতাম।

আব্দুল্লাহ ইবন ইয়াযিদ আল-খাতমী আল-আনসারী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমাকে বারা’ রাদিয়াল্লাহু ‘আনহু হাদীস বর্ণনা করেছেন (তিনি মিথ্যাবাদী নন) তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলার পর যতক্ষণ পর্যন্ত সাজদায় না যেতেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ পিঠ বাঁকা করত না। তিনি সাজদায় যাওয়ার পর আমরা সাজদায় যেতাম।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

সত্যবাদী সাহাবী রাদিয়াল্লাহু ‘আনহু আলোচনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সাহাবীদের ইমামতি করতেন। তখন মুক্তাদীগণ তাদের কর্মগুলো তার কর্ম সমাপ্ত হওয়ার পর পালন করত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা উঠাতেন এবং ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলতেন, তখন সাহাবীগণ তার পরে মাথা উঠাতেন। আর যখন সাজদায় যেতেন এবং যমীন পর্যন্ত পৌঁছতেন, তারপর তারা যমীনে সাজদায় ডলে পড়তেন।

التصنيفات

ইমাম ও মুক্তাদির বিধানাবলি