নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামান দেশে পাঠানোর সময় এ নির্দেশ দেন যে, গরুর (যাকাত) প্রতি ত্রিশটির…

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামান দেশে পাঠানোর সময় এ নির্দেশ দেন যে, গরুর (যাকাত) প্রতি ত্রিশটির জন্য পূর্ণ এক বছর বয়সী একটি এড়ে বাছুর (তাবী’) বা বকনা বাছুর (তাবীআ‘)

মু‘আয রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামান দেশে পাঠানোর সময় এ নির্দেশ দেন যে, গরুর (যাকাত) প্রতি ত্রিশটির জন্য পূর্ণ এক বছর বয়সী একটি এড়ে বাছুর (তাবী’) বা বকনা বাছুর (তাবীআ‘) এবং প্রতি চল্লিশটির জন্য দুই বছর বয়সী একটি গাভী (মুসিন্নাহ) নিতে হবে আর প্রত্যেক প্রাপ্ত বয়স্ক যিম্মী (অমুসলিম) থেকে এক দীনার বা এর সম-মূল্যের কাপড়- যা ইয়ামেনে তৈরি হয় আদায় করতে হবে।

[শাওয়াহেদ (সমঅর্থে আরও) হাদীস থাকার কারণে সহীহ]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মুআয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহু-কে ইয়ামানে পাঠিয়েছিলেন মানুষের শিক্ষা ও দাওয়াতের জন্য। তিনি তাকে যা নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে ছিল মুসলিমদের গরু থেকে যাকাত নেওয়া: প্রতি ত্রিশটি গরুর মধ্যে একটি পুরুষ ষাঁড় (তাবী‘) বা একটি গাভী (তাবীআ‘) নিবে, যার বয়স এক বছর পূর্ণ হয়েছে; এবং প্রতি চল্লিশটি গরুর মধ্যে একটি বয়স্ক গাভী (মুসিন্নাহ) নিবে, যার বয়স দুই বছর পূর্ণ হয়েছে। আর কিতাবী ইহুদী ও নাসারা থেকে প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য এক দিনার বা ইয়ামানের মাফরি নামক কাপড় নেওয়া হবে যার মূল্য দিনারের সমপরিমাণ।

فوائد الحديث

জিজিয়া কেবলমাত্র সেই ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হয় যারা সাবালক পৌঁছেছেন; কারণ যারা জিজিয়া থেকে অব্যাহতি পায় তাদের মধ্যে রয়েছে এমন ব্যক্তিরা যাদের হত্যা করা বৈধ নয় যদি তারা বন্দী হন—যেমন ছোট শিশু, নারী এবং অন্যরা।

জিজিয়ার পরিমাণ নির্ধারণ ইমামের ইজতিহাদের উপর নির্ভর করে, কারণ এটি স্থান, সময়, ধনী ও দরিদ্রের অবস্থা অনুযায়ী পরিবর্তিত হয়। এর প্রমাণ হল যে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম নিজেই ইয়ামানের মানুষের জন্য তা নির্ধারণ করেছিলেন, তিনি মুআযকে বলেছিলেন: "প্রতিটি সাবালক পুরুষ থেকে এক দিনার নাও," আর যখন জিজিয়া শাম অঞ্চলের মানুষের জন্য নির্ধারণ করেছিলেন, তখন উমর রাদিয়াল্লাহু ‘আনহু তার পরিমাণ বাড়িয়েছিলেন।

যাকাত সংগ্রহের প্রতি গুরুত্ব দেওয়া এবং তা সংগ্রহের জন্য ব্যক্তি নিয়োগ করা শাসকের দায়িত্বের অন্তর্ভুক্ত।

তাবি‘ হলো সেই গরু যা এক বছর পূর্ণ করেছে এবং দ্বিতীয় বছরে প্রবেশ করেছে। একে তাবি‘ বলা হয় কারণ এটি এখনো তার মায়ের অনুসরণ করে চলে।

দিনার: এটি একটি স্বর্ণমুদ্রা। ইসলামী দিনার হল এমন একটি স্বর্ণমুদ্রা, যার ওজন চার গ্রাম চার রত্তী (৪.২৫ গ্রাম) স্বর্ণ।

التصنيفات

হালাল চতুষ্পদ জন্তুর যাকাত