“স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর এবং…

“স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবনের বিনিময়ে লবন, একই পরিমাণে, সমান সমানে, হাতে হাতে (নগদে) হতে হবে। আর যদি এ শ্রেণির মধ্যে পরিবর্তন আসে, তখন তোমরা হাতে হাতে (নগদে) হলে যেমন খুশি বিক্রয় করতে পারবে।”

উবাদাহ ইবন সামেত রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবনের বিনিময়ে লবন, একই পরিমাণে, সমান সমানে, হাতে হাতে (নগদে) হতে হবে। আর যদি এ শ্রেণির মধ্যে পরিবর্তন আসে, তখন তোমরা হাতে হাতে (নগদে) হলে যেমন খুশি বিক্রয় করতে পারবে।”

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী (সা.) ছয়টি সূদভুক্ত পণ্যের (সোনা, রূপা, গম, যব, খেজুর এবং লবণ) সঠিক বিক্রয় পদ্ধতি বর্ণনা করেছেন। যদি একই ধরনের পণ্য বিক্রি হয়, যেমন সোনার বিনিময়ে সোনা বা রূপার বিনিময়ে রূপা, তবে দুইটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে: প্রথমত: সমতা থাকতে হবে: যদি পণ্য ওজনে নির্ধারিত হয়, যেমন সোনা বা রূপা, তবে ওজন সমান হতে হবে। যদি পণ্য পাত্রের মাপে নির্ধারিত হয়, যেমন গম, যব, খেজুর বা লবণ, তবে মাপে সমান হতে হবে।" দ্বিতীয়ত: পণ্য ও মূল্য তাৎক্ষণিক বিনিময় করতে হবে: বিক্রেতা পণ্যের মূল্য গ্রহণ করবেন এবং ক্রেতা পণ্য গ্রহণ করবেন, এবং এই লেনদেন একই বৈঠকে (লেনদেন সম্পাদনের মজলিসে) শেষ করতে হবে। যদি পণ্য ভিন্ন ধরনের হয়, যেমন সোনার বিনিময়ে রূপা বা খেজুরের বিনিময়ে গম, তাহলে বিক্রয় বৈধ হবে একটি শর্তে: ক্রয়- বিক্রয়ের বৈঠকেই পণ্য ও মূল্য বিনিময় করতে হবে। যদি এই শর্ত পূরণ না হয়, তাহলে লেনদেন বাতিল বলে গণ্য হবে এবং বিক্রেতা ও ক্রেতা উভয়ই হারাম সুদের লেনদেনে অংশগ্রহণ করবে।

فوائد الحديث

রিবাভুক্ত (সুদভুক্ত) সম্পদ এবং এগুলোর বিক্রয় পদ্ধতির বর্ণনা।

রিবাভিত্তিক (সুদভিত্তিক) লেনদেন নিষিদ্ধ।

কাগুজে নোটে সুদের ক্ষেত্রে সোনা এবং রুপার বিধান কার্যকর হবে।

রিবাভুক্ত ছয়টি পণ্যের বিক্রয় ও ক্রয়ের বিভিন্ন অবস্থা:

১. যদি রিবাভুক্ত পণ্য একই ধরনের হয় (যেমন: সোনা বিনিময়ে সোনা বা খেজুর বিনিময়ে খেজুর), তবে তা বৈধ হতে দুইটি শর্ত পূরণ করতে হবে:

ওজন বা মাপের দিক থেকে সমতা থাকতে হবে এবং বিক্রয়ের বৈঠকে তাৎক্ষণিক বিনিময় হতে হবে।

২. যদি রিবাভুক্ত পণ্য ভিন্ন ধরনের হয়, কিন্তু রিবা প্রযোজ্য হওয়ার কারণ এক হয় (যেমন: সোনা বিনিময়ে রুপা, বা গম বিনিময়ে যব), তবে বৈধতার জন্য শুধু তাৎক্ষণিক বিনিময় (তাকাবুদ) শর্ত প্রযোজ্য। সমতা শর্ত প্রযোজ্য নয়।

৩. যদি রিবাভুক্ত পণ্য ভিন্ন ধরনের হয় এবং রিবা প্রযোজ্য হওয়ার কারণও ভিন্ন হয় (যেমন: সোনা বিনিময়ে খেজুর), তবে এর জন্য কোনো শর্ত প্রযোজ্য নয়; না সমতার, না তাৎক্ষণিক বিনিময়ের।

রিবাভুক্ত নয় এমন পণ্য অথবা একটি রিবাভুক্ত এবং অন্যটি রিবাভুক্ত নয় এমন পণ্যের বিক্রয় ও ক্রয়:

এক্ষেত্রে না সমতা শর্ত প্রযোজ্য, না তাৎক্ষণিক বিনিময় (তাকাবুদ) শর্ত প্রযোজ্য। উদাহরণস্বরূপ: সোনার বিনিময়ে জমি বিক্রি।

التصنيفات

সুদ