“জান্নাতে মুমিনের জন্য ফাঁপা মুক্তার একটি তাঁবু হবে। আকাশে এর দৈর্ঘ হবে ষাট মাইল। তাতে মুমিনের পরিবার-পরিজন…

“জান্নাতে মুমিনের জন্য ফাঁপা মুক্তার একটি তাঁবু হবে। আকাশে এর দৈর্ঘ হবে ষাট মাইল। তাতে মুমিনের পরিবার-পরিজন থাকবে। মুমিন তাদের চতুষ্পার্শ্বে ঘুরাফেরা করবেন; তাদের কেউ একে অপরকে দেখবে না।”

আবূ মূসা রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “জান্নাতে মুমিনের জন্য ফাঁপা মুক্তার একটি তাঁবু হবে। আকাশে এর দৈর্ঘ হবে ষাট মাইল। তাতে মুমিনের পরিবার-পরিজন থাকবে। মুমিন তাদের চতুষ্পার্শ্বে ঘুরাফেরা করবেন; তাদের কেউ একে অপরকে দেখবে না।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাতের কিছু নিয়ামত সম্পর্কে অবহিত করেছেন এবং জান্নাতে মুমিনদের জন্য একটি বিশাল তাঁবু থাকবে যার অভ্যন্তর প্রশস্ত হবে, যা একটি ফাঁকা মুক্তা দিয়ে তৈরি, আকাশে যার প্রস্থ এবং দৈর্ঘ্য হবে ষাট মাইল। এর চার কোণার প্রতিটি কোণে স্ত্রীরা থাকবে, যাদের কেউই একে অপরকে দেখতে পাবে না, মুমিন তাদের চারপাশে ঘুরবে।

فوائد الحديث

জান্নাতবাসীদের মহা নিয়ামতের বক্তব্য।

আল্লাহ তাদের জন্য যে নিয়ামত প্রস্তুত করেছেন তা ব্যাখ্যা করে তাদের সৎকর্ম করতে উৎসাহিত করা।

التصنيفات

জান্নাত ও জাহান্নামের গুণাগুণ