“সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণী (খাওয়া) হালাল”।

“সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণী (খাওয়া) হালাল”।

আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল! আমরা সমুদ্রে যাত্রা করি এবং পান করার জন্য সাথে সামান্য (মিঠা) পানি বহন করি। আমরা যদি তা দিয়ে অযু করি তাহলে পিপাসায় থাকতে হয়। সুতরাং এরূপ অবস্থায় আমরা সমুদ্রের পানি দিয়ে অযু করব কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণী (খাওয়া) হালাল”।

[সহীহ]

الشرح

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করল এবং বলল: আমরা শিকার, ব্যবসা ও এই জাতীয় অন্যান্য কাজের জন্য সমুদ্রে যাত্রা করি এবং পান করার জন্য আমাদের সাথে সামান্য (মিঠা) পানি বহন করি। আমরা যদি পান করার পানি অযু ও গোসলে ব্যবহার করি তাহলে তা শেষ হয়ে যাবে এবং আমরা পান করার জন্য কিছু পাব না; সুতরাং এরূপ অবস্থায় আমাদের জন্য সমুদ্রের পানি দ্বারা অযু করা বৈধ কী? তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের পানি সম্পর্কে বললেন, তার পানি পবিত্র ও পবিত্রকারী; তা দিয়ে অযু ও গোসল করা বৈধ এবং তা থেকে যা বের হয়, যেমন মাছ, তিমি ইত্যাদি হালাল, যদিও তা মৃত অবস্থায় পাওয়া যায় এবং শিকার করা ছাড়াই সমুদ্রে পৃষ্ঠে ভাসা অবস্থায় পাওয়া যায়।

فوائد الحديث

সামুদ্রিক প্রাণীর মৃতদেহ হালাল; তার মৃত প্রাণী বলতে যা বোঝায় তা হল সেই প্রাণী যা এতে মারা গেছে এবং সমুদ্র ছাড়া যা বাঁচতে পারে না।

উত্তর সম্পন্ন করার জন্য প্রশ্নকারীকে তার প্রশ্নের চেয়ে বেশি উত্তর দেওয়া।

যখন কোনো পবিত্র জিনিসের মাধ্যমে পানির স্বাদ অথবা রং অথবা গন্ধ পাল্টে গেল, তখনও তা পবিত্র অবস্থায় বিদ্যমান যতক্ষণ পানি তার প্রকৃত হালতে অবস্থান করবে, যদিও তার লবণাক্ততা অথবা গরম অথবা ঠান্ডা ইত্যাদির পরিমাণ কঠিন হয়।

সমুদ্রের পানি ছোট ও বড় উভয় প্রকার নাপাক দূর করে দেয় এবং শরীর অথবা কাপড় অথবা অন্য কোনো পবিত্র জিনিসের ওপর আপতিত নাপাক অপসারণ করে দেয়।

التصنيفات

পানির বিধানসমূহ