নিশ্চয় শয়তান নিরাশ হয়ে গেছে যে, আরব উপদ্বীপে সালাত আদায়কারীরা তার ইবাদত করবে, তবে তাদের মধ্যে উস্কানি দেওয়ার…

নিশ্চয় শয়তান নিরাশ হয়ে গেছে যে, আরব উপদ্বীপে সালাত আদায়কারীরা তার ইবাদত করবে, তবে তাদের মধ্যে উস্কানি দেওয়ার ক্ষেত্রে নিরাশ হয় নি।

জাবির রাদয়িাল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “নিশ্চয় শয়তান নিরাশ হয়ে গেছে যে, আরব উপদ্বীপে সালাত আদায়কারীরা তার ইবাদত করবে, তবে তাদের মধ্যে উস্কানি দেওয়ার ক্ষেত্রে নিরাশ হয় নি।”

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

জাযীরার (আরব উপদ্বীপের) অধিবাসীরা মক্কা বিজয়ের পূর্বে যেমনি-ভাবে মূর্তি পূজায় লিপ্ত ছিল, তাতে পুনরায় ফিরে যাওয়ার ব্যাপারে শয়তান নিরাশ, তবে সে উস্কানি দেওয়াকে যথেষ্ট মনে করে এবং তাতে সন্তুষ্ট। আর তা হলো যুদ্ধ, বিদ্রোহ ,ফিতনা ,ঝগড়া, বিবাদ ও দুশমনি ইত্যাদি উৎপাদন করার মাধ্যমে।

التصنيفات

নিন্দনীয় স্বভাবসমূহ