আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোন এক যুদ্ধে জনৈক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন আল্লাহর…

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোন এক যুদ্ধে জনৈক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন।

আব্দুল্লাহ ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোন এক যুদ্ধে জনৈক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে একজন নিহত নারীকে দেখলেন। তখন তিনি নারী ও ছোট বালক যারা সাবালক হয়নি তাদের হত্যা করাকে নিষিদ্ধ করলেন।

فوائد الحديث

নারী ও বালক এবং যারা তাদের মত দুর্বল অবস্থাপন্ন যেমন অতি বৃদ্ধ ও পাদরি যারা যুদ্ধ করে না , এমনকি তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে পরামর্শদাতা ও সাহায্যকারীও নয়,তাদেরকে হত্যা করা হবে না। এ ছাড়া অন্যদের কে হত্যা করা হবে।

নারী ও বাচ্চাদের হত্যা করা নিষেধ; কারণ তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে না, প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্য হলো শুধু বিরোধী যোদ্ধাদের শক্তিকে ভেঙ্গে ফেলা, যাতে হকের দাওয়াত সবার নিকট পৌঁছে যায়।

এখানে যুদ্ধ ও লড়াইতেও নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দয়ার বহিঃপ্রকাশ ঘটেছে।

التصنيفات

জিহাদের আদব