إعدادات العرض
আমাদেরকে জানাযার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, তবে আমাদের ওপর হারাম করা হয়নি।
আমাদেরকে জানাযার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, তবে আমাদের ওপর হারাম করা হয়নি।
উম্মে আতিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমাদেরকে জানাযার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, তবে আমাদের ওপর হারাম করা হয়নি।
[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]
الترجمة
العربية Bosanski English Español فارسی Français Bahasa Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Hausa Português Kurdî Tiếng Việt Magyar ქართული አማርኛ Kiswahili සිංහලالشرح
উম্মু আতিয়্যাহ আল-আনসারীয়্যাহ রাদিয়াল্লাহু ‘আনহা একজন বিশিষ্ট মহিলা সাহাবী। তিনি জানান যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জানাযার সালাতের অনুসরণ করতে নিষেধ করেছেন। কারণ, তাদের মধ্যে দয়া ও কোমলতা বেশি। তাদের মধ্যে পুরুষদের সমান ধৈর্য এবং মুসিবত বরদাশত করার ক্ষমতা নাই। ফলে জানাযা বহন ও তার থেকে ফেরার সময় তারা যে দৃশ্য দেখবে তার থেকে ফিতনা ও বিশৃংখলার সৃষ্টি হতে পারে। এদত সত্বেও সে অবস্থার পেক্ষাপটে বুঝেছেন যে, এ নিষেধ করা অকাট্য বা গুরুত্বসহকারে নয়। সুতরা এটি তাদের ওপর হারাম হওয়াকে বুঝায় না। তবে নিষেধ হওয়ার বিধানই বিশুদ্ধ। ইবনু দাকীকুল ঈদ বলেন, এ হাদীস নারীদের জানাযার অনুসরণের প্রতি যতটুকু নিষেধাজ্ঞা প্রমাণ করে তার চেয়ে বেশী নিষেধাজ্ঞা প্রমাণকারী অনেক হাদীস রয়েছে।