“নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, অতি দানশীল। তাঁর কোনো বান্দা নিজের দু’হাত তুলে তাঁর নিকট দো‘আ করলে তিনি তাকে…

“নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, অতি দানশীল। তাঁর কোনো বান্দা নিজের দু’হাত তুলে তাঁর নিকট দো‘আ করলে তিনি তাকে শূন্যহাতে বা তাকে নিরাশ করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।”

সালমান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, তিনি বলেন, “নিশ্চয় তোমাদের রব লজ্জাশীল, অতি দানশীল। তাঁর কোনো বান্দা নিজের দু”হাত তুলে তাঁর নিকট দো‘আ করলে তিনি সে দুটি হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।”

[সহীহ] [এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।]

الشرح

এ হাদীস প্রমাণ করে যে, দো‘আর সময় দু’হাত উত্তোলন শরী‘আতসম্মত এবং হাত উঠিয়ে দো‘আ করা কবুল হওয়ার অন্যতম উপায়। কেননা এতে রয়েছে অমুখাপেক্ষী মহাসম্মানিত রবের সমীপে বান্দার পক্ষ থেকে অভাব ও হীনতা প্রকাশ এবং তার রবের কাছ থেকে এ দু’টি হাতে আকাঙ্খিত জিনিস প্রাপ্তির শুভ প্রত্যাশা। বান্দা যখন দু’হাত তুলো মহান আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তখন তিনি তাঁর দানশীলতা ও বদান্যতার কারণে এ দু’টি হাতকে দানমুক্ত করে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। কেননা তিনি তো মহা দানবীর ও শ্রেষ্ঠদানকারী।

التصنيفات

দো‘আর আদবসমূহ