إعدادات العرض
আল্লাহ এমন পুরুষের দিকে তাকান না যে পুরুষ বা মহিলার গুহ্যদ্বার দিয়ে যৌন মিলন করে।
আল্লাহ এমন পুরুষের দিকে তাকান না যে পুরুষ বা মহিলার গুহ্যদ্বার দিয়ে যৌন মিলন করে।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "আল্লাহ এমন পুরুষের দিকে তাকান না যে পুরুষ বা মহিলার গুহ্যদ্বার দিয়ে যৌন মিলন করে।"
[সহীহ]
الترجمة
العربية Bosanski English فارسی Français Bahasa Indonesia Русский Türkçe اردو हिन्दी 中文 Kurdî Português Nederlands অসমীয়া Tiếng Việt ગુજરાતી Kiswahili پښتو සිංහල Hausa Tagalog മലയാളം Wolof नेपाली Magyar ქართული తెలుగు Македонски Svenska Moore Română ไทย Українська मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛالشرح
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কঠিন ধমক বর্ণনা করছেন যে, এমন পুরুষ যে কোনো পুরুষের অথবা নারীর গুহ্যদ্বারে গমন করল তার দিকে রহমতের দৃষ্ট দিবেন না এবং এটি একটি কবিরা গুনাহ।فوائد الحديث
পুরুষ পুরুষে গমন কবিরা গুনাহ।
নারীর গুহ্যদ্বারে গমন করা কবিরা গুনাহ।
(আল্লাহ দৃষ্টি দিবেন না) অর্থাৎ রহমত ও দয়ার দৃষ্টি দিবেন না। এর উদ্দেশ্য ব্যাপক রহমত নয়। কারণ, আল্লাহ সুবহানাহু ওয়াতালার নিকট কোনো জিনিস গোপন থাকে না এবং তার দৃষ্টি থেকে কোন জিনিস অদৃশ্য হয় না।
এই কাজগুলি মানবতার জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক জঘন্য কাজগুলির মধ্যে একটি। কারণ এটি সাধারণ মানুষের স্বভাব লঙ্ঘন করে, বংশ হ্রাস করে, বৈবাহিক জীবনকে নষ্ট করে, শত্রুতা ও ঘৃণার জন্ম দেয় এবং নোংরা জায়গায় নিপতিত করে।