তোমাদের মধ্যে যে ব্যক্তি ভোর করেছে এমতাবস্থায় যে সে তার গৃহ-পরিবারে নিরাপদে আছে, দেহে সুস্থতা রয়েছে আর তার কাছে সে…

তোমাদের মধ্যে যে ব্যক্তি ভোর করেছে এমতাবস্থায় যে সে তার গৃহ-পরিবারে নিরাপদে আছে, দেহে সুস্থতা রয়েছে আর তার কাছে সে দিনের খাবারও রয়েছে, তাহলে তার জন্য যেন গোটা দুনিয়াই একত্র করা হলো।

উবাইদুল্লাহ ইবন মিহসান আল-আনসারী আল-খাতমী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “তোমাদের মধ্যে যে ব্যক্তি ভোর করেছে এমতাবস্থায় যে সে তার গৃহ-পরিবারে নিরাপদে আছে, দেহে সুস্থতা রয়েছে আর তার কাছে সে দিনের খাবারও রয়েছে, তাহলে তার জন্য যেন গোটা দুনিয়াই একত্র করা হলো।”

[হাসান] [এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন।]

الشرح

যে ব্যক্তি নিজের আত্মিক নিরাপত্তাসহ সকালবেলায় উপনীত হলো, কেউ কেউ বলেছেন, যে ব্যক্তি পরিবার ও গোত্রের মাঝে সুস্থদেহে ভোর করল, তার রয়েছে শারীরিক সুস্থতা এবং তার কাছে সে দিনের ও রাতের খাবার রয়েছে, তাহলে সে যেন গোটা দুনিয়াই অর্জন করল, যেমন দুনিয়ার যাবতীয় প্রয়োজন তার জন্য একত্রিত করা হলো।

التصنيفات

দুনিয়াবিমুখ হওয়া ও সাবধানতা অবলম্বন