রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কাতারের পিছনে একা সালাত আদায় করতে দেখলেন এবং তিনি…

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কাতারের পিছনে একা সালাত আদায় করতে দেখলেন এবং তিনি তাকে তার সালাত পুনরায় পড়তে নির্দেশ দিলেন।

ওয়াবিসাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কাতারের পিছনে একা সালাত আদায় করতে দেখলেন এবং তিনি তাকে তার সালাত পুনরায় পড়তে নির্দেশ দিলেন।

[হাসান]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কাতারের পিছনে একা এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন এবং তিনি তাকে তার সালাত পুনরায় পড়তে আদেশ করলেন; কারণ তার সালাত এই অবস্থায় শুদ্ধ হয়নি।

فوائد الحديث

জামাতের সালাতে দ্রুত যাওয়া এবং এগিয়ে যাওয়ার প্রতি উৎসাহ প্রদান করা আর কাতারের পিছনে একা সালাত আদায় করবে না, হয়তো তার সালাত বাতিল হওয়ার স্মুখীন হবে।

ইবনু হাজার বলেন, যে ব্যক্তি কাতারের পিছনে একাকী সালাত শুরু করল, তারপর রুকু হতে উঠার আগেই কাতারে প্রবেশ করল তার উপর পুনরায় সালাত পড়া ওয়াজিব না, যেমন আবু বাকরার হাদীসে বর্ণিত হয়েছে, অন্যথায় ওয়াবিসার হাদীসের ব্যাপকতার দাবি মোতাবেক পুনরায় পড়া ওয়াজিব হবে।

التصنيفات

ইমাম ও মুক্তাদির বিধানাবলি