আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জমি হল মসজিদ আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য জমি হল বাজার।

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জমি হল মসজিদ আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য জমি হল বাজার।

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জমি হল মসজিদ আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য জমি হল বাজার।"

[সহীহ] [এটি মুসলিম বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ। কারণ এগুলো আনুগত্যের ঘর এবং এগুলোর ভিত্তি তাকওয়ার উপর। আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য জমি হলো এর বাজার। কারণ এটি প্রায়শই ধোকা, প্রতারণা, সুদ, মিথ্যা শপথ, প্রতিশ্রুতি ভঙ্গ এবং আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার জায়গা।

فوائد الحديث

মসজিদের পবিত্রতা ও মর্যাদা; কারণ এগুলো এমন ঘর যেখানে আল্লাহর নাম প্রায়শই উচ্চারিত হয়।

আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে মানুষকে মসজিদে থাকতে এবং সেখানে ঘন ঘন যাতায়াত করতে উৎসাহিত করা এবং ঘৃণার কারণগুলি এড়িয়ে চলার জন্য প্রয়োজন ছাড়া বাজারে না যাওয়া।

আন-নওয়াবী বলেন: মসজিদ হলো সেই জায়গা যেখানে রহমত অবতীর্ণ হয়, আর বাজার হলো এর বিপরীত।

التصنيفات

তাওহীদুল আসমা ও সিফাত, মসজিদের বিধানসমূহ