“তোমরা তোমাদের সম্পদ, নফস ও মুখ দিয়ে মুশরিকদের সাথে জিহাদ কর”।

“তোমরা তোমাদের সম্পদ, নফস ও মুখ দিয়ে মুশরিকদের সাথে জিহাদ কর”।

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “তোমরা তোমাদের সম্পদ, নফস ও মুখ দিয়ে মুশরিকদের সাথে জিহাদ কর”।

[সহীহ]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সাথে জিহাদ করা এবং সাধ্য মোতাবেক সব উপায়-উপকরণ দিয়ে তাদের মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন, যেন আল্লাহর কালিমা বুলন্দ হয়, তন্মধ্যে হল: প্রথমত: তাদের সাথে জিহাদে অর্থ ব্যয় করা, যেমন অস্ত্র খরিদ করা ও মুজাহিদদের উপর ব্যয় করা প্রভৃতি। দ্বিতীয়ত: কাফিরদের সাথে সাক্ষাত ও তাদের প্রতিহত করার জন্য শরীর ও নফস নিয়ে বের হওয়া। তৃতীয়ত: এই দীনের প্রতি মুখে তাদেরকে দাওয়াত দেওয়া, তাদের উপর দলিল সাব্যস্ত করা, তাদের শাসানো এবং তাদের প্রতিহত করা।

فوائد الحديث

মুখ, সম্পদ ও নফসের মাধ্যমে কাফিরদের সাথে জিহাদ করা; প্রত্যেকে তাদের সাধ্যমত জিহাদ করবে। জিহাদ কেবল নফসের মাধ্যমে করার ভেতর সীমাবদ্ধ নয়।

জিহাদের বাধ্যবাধকতা (ওয়াজিব) বুঝাতে জিহাদের আদেশ। এটি কখনো নির্দিষ্টভাবে ওয়াজিব হয়, কখনো অনির্দিষ্টভাবে ওয়াজিব হয়।

আল্লাহ তা‘আলা কয়েকটি কারণে জিহাদ বৈধ করেছেন: প্রথমত: শিরক ও মুশরিকদের প্রতিহত করা; কারণ আল্লাহ কখনো শিরক গ্রহণ করেন না। দ্বিতীয়ত: আল্লাহর দিকে আহ্বান করার বাঁধাগুলো দূর করা; তৃতীয়ত: সকল পরিপন্থী জিনিস হতে আকিদা সংরক্ষণ করা, চতুর্থত: মুসলিম এবং মুসলিমদের দেশ, সম্মান ও সম্পদকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ করা।

التصنيفات

জিহাদের বিধান