“যে ব্যক্তি لا إله إلا الله وحده لا شريك له، له الملك، وله الحمد، وهو على كل شيء قدير দিনে একশত বার বলবে

“যে ব্যক্তি لا إله إلا الله وحده لا شريك له، له الملك، وله الحمد، وهو على كل شيء قدير দিনে একশত বার বলবে

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি لا إله إلا الله وحده لا شريك له، له الملك، وله الحمد، وهو على كل شيء قدير দিনে একশত বার বলবে, তার জন্য দশটি গোলাম আযাদ করার সমপরিমাণ সাওয়াব রয়েছে। তার জন্য একশোটি সাওয়াব লেখা হবে ও তার থেকে একশোটি গুনাহ মোচন করা হবে। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত তার জন্য রয়েছে শয়তান থেকে নিরাপত্তা। সে যা নিয়ে হাজির হবে তার চেয়ে উত্তম কিছু নিয়ে কেউ হাজির হবে না, তবে যে এটি তার চেয়ে অধিক আমল করল সে ব্যতীত।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি বলবে: (কোন মাবুদ নেই), কোন সত্য মাবুদ নেই, (আল্লাহ ছাড়া, তিনি এক, তার কোন শরীক নেই। (রাজত্ব তাঁরই) এবং সমস্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা তাঁরই। (তাঁরই সকল প্রশংসা) তিনি যা কিছু সৃষ্টি করেন এবং নির্ধারণ করেন তার জন্য সকল প্রশংসা। (এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান) কোন বাধা বা বিরোধী ছাড়াই। তিনি যা চান না তা ঘটে না। যে ব্যক্তি দিনে এই জিকিরটি একশবার পাঠ করবে এবং একশবার পুনরাবৃত্তি করবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে দশটি দাস মুক্ত করার সমান সওয়াব লেখা হবে এবং এর ফলে তার জন্য জান্নাতে একশটি নেকী এবং মর্যাদা লেখা হবে এবং তার থেকে একশটি পাপ মুছে ফেলা হবে এবং হ্রাস করা হবে। এটি তার জন্য শয়তান, তার প্রলোভন এবং তার আধিপত্য থেকে সেদিন সন্ধ্যা না হওয়া পর্যন্ত একটি সুরক্ষা, হিফাজত, নিরাপত্তা এবং দুর্গ হবে। কিয়ামতের দিন কেউ সে যা নিয়ে আসবে তার চেয়ে ভালো কিছু নিয়ে আসবে না, কেবল সেই ব্যক্তি ছাড়া যে তার চেয়ে বেশি এর উপর আমল করেছে।

فوائد الحديث

তাওহীদের ফজিলত এবং এর মহান প্রতিদান।

বান্দাদের উপর আল্লাহ তা‘আলার বিশাল অনুগ্রহ যে, তিনি তাদের সকলের জন্য সহজ যিকির নির্ধারণ করেছেন এবং এর জন্য এক মহান পুরস্কার ধার্য করেছেন।

যদি সে দিনে একশ বারের বেশি এই তাহলিল পাঠ করে, তাহলে সে হাদীসে বর্ণিত একশ বারের সওয়াব পাবে এবং অতিরিক্ত সংখ্যার জন্য সে আরও একটি সওয়াব পাবে। এটি এমন সীমার মধ্যে একটি নয় যা লঙ্ঘন করা বা অতিক্রম করা নিষিদ্ধ এবং এতে তা বৃদ্ধি করার কোনও মূল্য নেই বা তা বাতিল করে দেয়।

আন-নওয়াবী বলেন: হাদীসের আপাত অর্থ হলো, এই হাদীসে উল্লেখিত সওয়াব সেই ব্যক্তি লাভ করবে যে দিনে একশবার এই তাহলীল পাঠ করবে, সে তা ধারাবাহিকভাবে পাঠ করুক অথবা আলাদাভাবে পাঠ করুক, অথবা তার কিছু সংখ্যক দিনের শুরুতে এবং কিছু সংখ্যক দিনের শেষে পাঠ করুক; তবে, দিনের শুরুতে পরপর এটি বলা ভালো, যাতে এটি সারা দিন ধরে তার জন্য সুরক্ষার কারণ হয়।

التصنيفات

যিকিরের ফযীলত, মহান আল্লাহর যিকির করার ফায়দা