যার আমানত নেই তার ঈমান নেই, আর যার কোন অঙ্গীকার নেই তার কোন দীন নেই।

যার আমানত নেই তার ঈমান নেই, আর যার কোন অঙ্গীকার নেই তার কোন দীন নেই।

আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কখনোই এই কথা না বলে সম্বোধন করতেন না: "যার আমানত নেই তার ঈমান নেই, আর যার কোন অঙ্গীকার নেই তার কোন দীন নেই।"

[হাসান লিগাইরিহী] [এটি আহমাদ বর্ণনা করেছেন।]

الشرح

আনাস ইবনু মালিক বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই এমন কোন খুতবা বা উপদেশ দিতেন যেখানে দুটি বিষয় উল্লেখ করেননি: প্রথমটি হল: যার অন্তরে কারো অর্থ, জান বা পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা থাকে তার পূর্ণ ঈমান নেই। দ্বিতীয়টি হল: যে চুক্তি ভঙ্গ করে এবং বিশ্বাসঘাতকতা করে তার জন্য পূর্ণাঙ্গ দীন নেই।

فوائد الحديث

মানুষকে তাদের আমানত পূরণ করতে এবং প্রতিশ্রুতি রক্ষা করতে উৎসাহিত করা, কারণ এগুলো ভঙ্গ করা ঈমানকে হ্রাস করে।

বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে সতর্কীকরণ, কারণ এটি একটি মহাপাপ।

হাদীসটিতে আল্লাহ ও তাঁর বান্দার মধ্যে এবং সৃষ্টির একে অপরের মধ্যে আমানত ও চুক্তি রক্ষা করা অন্তর্ভুক্ত।

التصنيفات

প্রশংসিত চরিত্রসমূহ