“যে ব্যক্তি আমানতের ওপর কসম খাবে, সে আমাদের দলভুক্ত নয়”।

“যে ব্যক্তি আমানতের ওপর কসম খাবে, সে আমাদের দলভুক্ত নয়”।

বুরায়দাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আমানতের ওপর কসম খাবে, সে আমাদের দলভুক্ত নয়”।

[সহীহ]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমানতের কসম খেতে নিষেধ ও সতর্ক করেছেন এবং যে এটি করবে সে আমাদের দলভুক্ত নয়।

فوائد الحديث

গায়রুল্লাহর নামে কসম করা হারাম, তারই একটি প্রকার: আমানতের কসম করা এবং এটি ছোট শিরক।

আমানত ইবাদত, আনুগত্য, গচ্ছিত অর্থ, নগদ অর্থ ও নিরাপত্তা প্রদান প্রভৃতিকে শামিল করে।

আল্লাহ তা‘আলার কসম অথবা তার নামসমূহ থেকে কোন নামের কসম অথবা তার সিফাতসমূহ থেকে কোন সিফাতের কসম ছাড়া কসম সংগঠিত হবে না।

আল-খাত্তাবী বলেন, এটি অপছন্দনীয় হওয়ার কারণ হল যে, তিনি আল্লাহর নামে ও তার সিফাতসমূহের নামে কসম করতে বলেছেন, কিন্তু আমানত তার সিফাত নয়, বরং এটি হল তার নির্দেশ হতে একটি নির্দেশ এবং তার ফরয হতে একটি ফরয; কাজেই আমানতের কসম করলে আল্লাহর নামসমূহের মাঝে ও তার মাঝে বরাবর করা হয়, তাই এর থেকে নিষেধ করা হয়েছে।

التصنيفات

আশ-শির্ক