“জুমু‘আর দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা ওয়াজিব (কর্তব্য)। আর মিস্ওয়াক করবে এবং সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার…

“জুমু‘আর দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা ওয়াজিব (কর্তব্য)। আর মিস্ওয়াক করবে এবং সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে।”

‘আমর ইবন সুলাইম আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আবূ সা‘ঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এ মর্মে সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “জুমু‘আর দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা ওয়াজিব (কর্তব্য)। আর মিস্ওয়াক করবে এবং সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জুমু্আর দিন গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষের জন্য ওয়াজিবের মতো গুরুত্বপূর্ণ, যার উপর জুমুআ ফরয। এবং তিনি মিসওয়াক বা অনুরূপ কিছু দিয়ে দাঁত পরিষ্কার করার কথা বলেছেন। অনুরুপভাবে, যে কোন সুগন্ধি ব্যবহার করে সুগন্ধময় হওয়ার কথা বলেছেন।

فوائد الحديث

জুমু্আর দিন গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষের জন্য গুরুত্বপূর্ণ সুন্নাহ।

মুসলিমের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বন করা এবং দুর্গন্ধ দূর করা শরীয়তের দাবি।

জুমু্আর দিনের মর্যাদা ও তার জন্য প্রস্তুতি নেওয়া।

জুমু্আর জন্য মিসওয়াক করার সুন্নতের গুরুত্ব।

জুমু্আয় যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব।

মহিলা যদি সালাত অন্য কোনো কাজে বাড়ি থেকে বের হয়, তাহলে তার জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েয নয়; কারণ হাদীসে এটাকে নিষিদ্ধ করা হয়েছে।

হাদীসের ”মুহতালিম” শব্দের উদ্দেশ্য হলো, প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক হওয়ার কিছু লক্ষণ রয়েছে, যার মধ্যে তিনটি লক্ষণ পুরুষ ও মহিলা উভয়ের জন্য:

১. পনেরো বছর পূর্ণ হওয়া।

২. লজ্জাস্থানে শক্ত চুল গজানো।

৩. স্বপ্নদোষ বা কামভাবের কারণে বীর্যপাত হওয়া, এমনকি স্বপ্নদোষ ছাড়াও।

তবে চতুর্থ লক্ষণটি শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য, তা হল: হায়েয (মাসিক)। যখন কোনো মহিলার হায়েয শুরু হয়, তখন সে প্রাপ্তবয়স্ক বলে গণ্য হয়।

التصنيفات

জুম‘আর সালাতের বিধানাবলি