নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা থেকে বের হতেন বলতেন, «غُفْرَانَكَ»(গুফরানাকা) হে আল্লাহ আমি তোমার…

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা থেকে বের হতেন বলতেন, «غُفْرَانَكَ»(গুফরানাকা) হে আল্লাহ আমি তোমার ক্ষমা চাই।

উম্মুল মু’মিনীন ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা থেকে বের হতেন বলতেন, «غُفْرَانَكَ»(গুফরানাকা) হে আল্লাহ আমি তোমার ক্ষমা চাই।

[সহীহ] [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد]

الشرح

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মলত্যাগ করে বের হতেন, তখন বলতেন: হে আল্লাহ, আমি তোমার কাছে (غُفرانَك-গুফরানাকা) তোমার ক্ষমা প্রার্থনা করছি।

فوائد الحديث

প্রয়োজন পূরণ করার জায়গা থেকে বের হওয়ার পরে "غُفرانَك" গুফরানাকা "আপনার ক্ষমা" বলা মুস্তাহাব।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হালতে স্বীয় রবের কাছে ক্ষমা প্রার্থনা করা।

প্রাকৃতিক প্রয়োজন শেষে মাগফিরাত (ক্ষমা) চাওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে: আল্লাহর অনেক নিয়ামতের শুকরিয়া আদায়ে ত্রুটি হয়, তন্মধ্যে একটি হল ক্ষতিকারক জিনিসগুলির অপসারণ সহজ করা। কাজেই আমি প্রয়োজন পূরণ করার সময় আপনার জিকির থেকে বিরত থাকার কারণে আপনার ক্ষমা চাই।

التصنيفات

পায়খানা-পেশাব সম্পন্ন করার আদবসমূহ