সুন্নাত হলো ফজরের আযানে মু‘আজ্জিন হাইয়্যা আলাল ফালাহ বলার পর আস সালাতু খাইরুম মিনান নাওম বলবে।

সুন্নাত হলো ফজরের আযানে মু‘আজ্জিন হাইয়্যা আলাল ফালাহ বলার পর আস সালাতু খাইরুম মিনান নাওম বলবে।

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, সুন্নাত হলো ফজরের আযানে মু‘আজ্জিন হাইয়্যা আলাল ফালাহ বলার পর আস সালাতু খাইরুম মিনান নাওম বলবে।

[সহীহ] [ইবন খুযাইমাহ এটি বর্ণনা করেছেন।]

الشرح

হাদীস শরীফটি স্পষ্ট করে যে, ফজরের সালাতের আযানে এমন একটি বাক্য রয়েছে যা বাকী সালাতে নেই। আর তার স্থান হলো মুয়াযিযনের হাইয়া আলা ফালাহ বলার পর আস সালাতু খাইরুম মিনান নাওম বলা।

التصنيفات

আযান ও ইকামাত