কিয়ামতের দিনে প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে (বিশেষ) পতাকা নির্দিষ্ট হবে। বলা হবে যে, এটা অমুকের ছেলে…

কিয়ামতের দিনে প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে (বিশেষ) পতাকা নির্দিষ্ট হবে। বলা হবে যে, এটা অমুকের ছেলে অমুকের গাদ্দারির প্রতীক।

আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে মারফূ‘ হিসেবে বর্ণিত “কিয়ামতের দিনে প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে (বিশেষ) পতাকা নির্দিষ্ট হবে। বলা হবে যে, এটা অমুকের ছেলে অমুকের গাদ্দারির প্রতীক।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা যখন পূর্বের ও পরের সবাইকে একত্র করবেন তখন প্রত্যেক বিশ্বাসঘাতককে উপস্থিত করা হবে। আর তার সাথে থাকবে তার ঘাতকতার নির্দশন। আর তা হলো পতাকা যা তার সাথে মিলিত হবে, তা দ্বারা মানুষের সামনে তাকে অপধস্থ করা হবে।

التصنيفات

নিন্দনীয় স্বভাবসমূহ, জিহাদের আদব