যখন আল্লাহ কিয়ামতের দিন প্রথম ও শেষ সকলকে একত্রিত করবেন, তখন প্রতিটি বিশ্বাসঘাতকের জন্য একটি পতাকা উত্তোলন করা…

যখন আল্লাহ কিয়ামতের দিন প্রথম ও শেষ সকলকে একত্রিত করবেন, তখন প্রতিটি বিশ্বাসঘাতকের জন্য একটি পতাকা উত্তোলন করা হবে এবং বলা হবে: 'এটি অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতা।'

ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যখন আল্লাহ কিয়ামতের দিন প্রথম ও শেষ সকলকে একত্রিত করবেন, তখন প্রতিটি বিশ্বাসঘাতকের জন্য একটি পতাকা উত্তোলন করা হবে এবং বলা হবে: 'এটি অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতা।'"

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানান যে, যখন আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন প্রথম ও শেষ সকলকে হিসাব গ্রহণের জন্য একত্রিত করবেন, তখন তিনি প্রতিটি বিশ্বাসঘাতকের জন্য একটি নিদর্শন স্থাপন করবেন যারা আল্লাহর সাথে বা মানুষের সাথে করা তার প্রতিশ্রুতি পূরণ করেনি, যা তার বিশ্বাসঘাতকতা প্রকাশ করবে এবং সেই দিন তাকে ডাকা হবে: এটা অমুক ব্যক্তির বিশ্বাসঘাতকতা; সমবেত লোকদের কাছে তার খারাপ কাজগুলো প্রকাশের জন্য।

فوائد الحديث

বিশ্বাসঘাতকতা হারাম করা এবং এটি একটি কবীরা পাপ; কারণ এতে এই গুরুতর হুমকি রয়েছে।

যে বিশ্বাসঘাতকতা সম্পর্কে শাসানো হয়েছে তার মধ্যে এমন সবাই অন্তর্ভুক্ত, যে তোমাকে রক্ত, সম্মান, গোপন তথ্য বা অর্থের ব্যাপারে আস্থাশীল করেছে, কিন্তু তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছো এবং তোমার আমানতের ব্যাপারে তার বিশ্বাস ভঙ্গ করেছো।

আল-কুরতুবী বলেন: এটি আরবদের প্রতি তাঁর একটি সম্বোধন, যা তারা যা করত তার অনুরূপ। কারণ তারা বিশ্বাসঘাতককে তিরস্কার ও বদনাম করার জন্য আস্থার একটি সাদা পতাকা আর বিশ্বাসঘাতকতার একটি কালো পতাকা উত্তোলন করতেন, তাই হাদীস বিশ্বাসঘাতকের সাথেও একই ঘটনা ঘটার দাবি করল; যাতে কিয়ামতের দিন নিজ বদনামে সে বিখ্যাত হয় এবং সমবেত লোকেরা তার নিন্দা করে।

ইবনু হাজার বলেন: এতে বলা হয়েছে যে, কিয়ামতের দিন মানুষকে তাদের পিতার নামে ডাকা হবে। কারণ তিনি এ সম্পর্কে বলেছেন: "এটি অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতা।"

التصنيفات

নিন্দনীয় স্বভাবসমূহ, জিহাদের আদব