আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এমনভাবে হাঁ করে হাসাবস্থায় দেখিনি যে, তাঁর আলা জিহ্বা দেখা যেত। তিনি…

আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এমনভাবে হাঁ করে হাসাবস্থায় দেখিনি যে, তাঁর আলা জিহ্বা দেখা যেত। তিনি কেবল মুচকি হাসতেন।

উম্মুল মু’মিনীন ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এমনভাবে হাঁ করে হাসাবস্থায় দেখিনি যে, তাঁর আলা জিহ্বা দেখা যেত। তিনি কেবল মুচকি হাসতেন।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম অত্যধিক হাসতেন না যে তার আলা জিহ্বা দেখা যেত, আলা জিহ্বা হল গলার উপরের অংশে সংযুক্ত মাংস, বরং তিনি মুচকি হাসতেন।

فوائد الحديث

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কোন কিছুতে সন্তুষ্ট বা মুগ্ধ হলে মুচকি হাসা হাসতেন।

ইবনু হাজার বলেন, এর অর্থ হলো, আমি তাকে হাসির সময় এত বেশী হাঁ করতে দেখিনি যে, তিনি হাসির প্রতি পূর্ণ মনোযোগ দিয়ে পুরোপুরি হেঁসেছেন।

বেশী হাসি এবং অট্ট হাসির সাথে আওয়াজ উঁচু করা নেককারদের গুণাবলির অংশ নয়।

বেশী হাসি একজন মানুষের গাম্ভির্যতা দূর করে এবং সাথীদের মধ্যে তার সম্মানকে লাগব করে।

التصنيفات

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি