আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন তিনি কোন একটি কওমের আবর্জনা স্তুপের কাছে এসে দাঁড়িয়ে…

আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন তিনি কোন একটি কওমের আবর্জনা স্তুপের কাছে এসে দাঁড়িয়ে প্রসাব করলেন,

হুযাইফা রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন: আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তখন তিনি কোন একটি কওমের আবর্জনা স্তুপের কাছে এসে দাঁড়িয়ে প্রসাব করলেন, তখন আমি দূরে সরে দাঁড়ালে তিনি আমাকে বললেন: “কাছে দাঁড়াও”, তখন আমি কাছে এসে একেবারে তাঁর পিছনে দাঁড়ালাম, তারপরে তিনি অযূ করলেন এবং দুটি মোজার উপরে মাসেহ করলেন।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

হুযাইফা ইবনুল ইয়ামান রদিয়াল্লাহু আনহুমা সংবাদ দিচ্ছেন যে, তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসাব করার ইচ্ছা করলেন, এরপরে তিনি কোন এক কওমের আবর্জনার স্তুপের কাছে গেলেন, এটি হচ্ছে এমন স্থান যেখানে বাড়ী-ঘরের ময়লা ধুলামাটি ঝাড়ু দিয়ে ফেলা হয়। তারপরে তিনি সেখানে দাঁড়িয়ে প্রসাব করলেন। তবে তার অধিকাংশ সময়ের অভ্যাস ছিল, তিনি বসে প্রসাব করতেন। তখন হুযাইফা তার থেকে দূরে সরে গেলেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: কাছে আস, তখন হুযাইফা কাছে আসতে থাকলেন, এমনকি তিনি তার পিছনে একদম দুই পায়ের গোড়ালীর নিকটে দাঁড়ালেন, যাতে করে ঐ অবস্থায় তাঁকে দেখা যাওয়ার ব্যাপারে তিনি তার জন্য পর্দার ন্যায় হয়ে যান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযু করলেন, আর দুই পা ধোয়ার সময়ে তিনি তার দুই পায়ের মোজা না খুলে তার উপরে মাসেহ করে রেখে দিলেন। -(خف) তথা মোজা হচ্ছে: পায়ে পরিধান করা হয় এমন বস্তু যা পাতলা চামড়া অথবা অনুরূপ কিছু হতে তৈরী এবং দুই পায়ের টাখনুকে ঢেকে রাখে-।

فوائد الحديث

মোজার উপরে মাসেহ করা শরীয়ত সম্মত।

দাঁড়িয়ে প্রসাব করা জায়েয, তবে শর্ত হচ্ছে: প্রসাবের কোন অংশ তার শরীরে যেন না পৌঁছে ।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লা-আবর্জনা ও ধুলাবালি ফেলার স্থানকে বেছে নিয়েছিলেন; কারণ সাধারণত এতে প্রসাবকারীর দিকে প্রসাব ফিরে আসে না।

التصنيفات

মোজা ও মোজার মত বস্তুতে মাছেহ করা