উপরের হাত নিচের হাত থেকে উত্তম; উপরের হাত হলো দানকারীর এবং নিচের হাত হলো যাচ্ঞাকারীর।

উপরের হাত নিচের হাত থেকে উত্তম; উপরের হাত হলো দানকারীর এবং নিচের হাত হলো যাচ্ঞাকারীর।

ইবন ‘উমার রাদিয়াল্লাহুমা ‘আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরের উপর থাকা অবস্থায় সাদকা করা ও যাচ্ঞা করা থেকে বেঁচে থাকা সম্পর্কে আলোচনা করে বলেন, “উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। উপরের হাত দাতার, আর নিচের হাত যাচ্ঞাকারীর।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার ফযীলত ও মানুষের কাছে হাত পাতা নিন্দনীয় হওয়ার সংবাদ দিচ্ছেন। তিনি আরও জানাচ্ছেন যে, ইবাদত বন্দেগী ও ভালো কর্মে যে ব্যক্তি তার সম্পদ ব্যয় করে, সে ঐ ব্যক্তি থেকে উত্তম যে মানুষের কাছে তাদের সম্পদের জন্য হাত পাতে।

التصنيفات

নফল সাদকা, পরিবারিক খরচ