যে ব্যক্তি বলবে, سُبحان الله وبِحَمْدِه তার জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হবে।

যে ব্যক্তি বলবে, سُبحان الله وبِحَمْدِه তার জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হবে।

জাবির রাদিয়াল্লাহু আনহু হতে মারফু হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি বলবে, سُبحان الله وبِحَمْدِه জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপন করা হবে”।

[সহীহ] [এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি তাবরানী বর্ণনা করেছেন।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সংবাদ দিচ্ছেন যে, যে ব্যক্তি তাসবীহ পাঠ করতে গিয়ে বলবে, سُبحان الله وبِحَمْدِه জান্নাতে তার জন্য প্রত্যেকবার তাসবীহ পাঠ করার বিনিময়ে একটি খেজুর গাছ রোপন করা হয়।

التصنيفات

মহান আল্লাহর যিকির করার ফায়দা