“যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিনও সিয়াম পালন করে, আল্লাহ্ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের…

“যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিনও সিয়াম পালন করে, আল্লাহ্ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে নেন”।

আবূ সা‘ঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি: “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিনও সিয়াম পালন করে, আল্লাহ্ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে নেন”।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদে এক দিন সিয়াম রাখবে। কেউ বলেছেন: জিহাদ ও অন্যান্য সময় সাওয়াব ও আল্লাহর প্রতিদানের আশায় একমাত্র আল্লাহর জন্য সিয়াম রাখবে; আল্লাহ নিজ অনুগ্রহে তার ও জাহান্নামের মাঝে সত্তর বছরের দূরত্ব তৈরি করবেন।

فوائد الحديث

আন-নববী বলেন, আল্লাহর রাস্তায় সিয়ামের ফযীলত। এটি তার জন্য প্রযোজ্য হবে যে সিয়ামের কারণে ক্ষতিগ্রস্ত হবে না এবং এর কারণে কোনও হক ছাড়বে না এবং এর দ্বারা জিহাদ ও জিহাদের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ক্ষতিগ্রস্ত হবে না।

নফল সিয়ামের প্রতি উদ্বুদ্ধ করণ ও উৎসাহ প্রদান।

ইখলাস ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ওয়াজিব এবং লোক দেখানো, সুখ্যাতি ও অন্য কোনো উদ্দেশ্যে সিয়াম রাখবে না।

আস-সিন্দি বলেন, তার বাণী ( আল্লাহর রাস্তা), হতে পারে এর উদ্দেশ্য শুধুই নিয়ত সহীহ করা, আবার হতে পারে সে জিহাদ করা অবস্থায় সিয়াম রেখেছে, দ্বিতীয়টি বেশী সম্ভাবনাময়।

ইবনু হাজার বলেন: তার বক্তব্য: (সত্তরটি শরৎ) শরৎ হল বছরের একটি পরিচিত সময় এবং এখানে যা বোঝানো হয়েছে তা হল বছর। শরৎকে বাকি ঋতু - গ্রীষ্ম, শীত এবং বসন্ত- ছাড়া উল্লেখ করা হয়েছে; কারণ শরৎ হল সবচেয়ে শুদ্ধতম ঋতু; কারণ এতে ফল পাওয়া যায়।

التصنيفات

নফল সিয়াম