নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযানের শেষ দশক ই‘তিকাফ করতেন। তাঁর ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তাঁর…

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযানের শেষ দশক ই‘তিকাফ করতেন। তাঁর ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তাঁর সহধর্মিণীগণও (সে দিনগুলোতে) ই‘তিকাফ করতেন।

নবী সহধর্মিণী মুমিনগণের মা ‘আয়িশাহ্ রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযানের শেষ দশক ই‘তিকাফ করতেন। তাঁর ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তাঁর সহধর্মিণীগণও (সে দিনগুলোতে) ই‘তিকাফ করতেন।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

মুমিনদের মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশ দিন কদরের রাতের সন্ধানে ই‘তিকাফ করতেন এবং তিনি অব্যাহতভাবে আল্লাহ তাকে তুলে না নেওয়া পর্যন্ত তা করতে থাকেন। আর তাঁর পরে তাঁর স্ত্রীগণ রাদিয়াল্লাহু আনহুন্না ই‘তিকাফ পালন করতেন।

فوائد الحديث

মসজিদে ইতিকাফের বৈধতা, এমনকি শরীয়তের বিধি-বিধান মেনে এবং ফিতনা থেকে নিরাপদ হওয়ার শর্তে মহিলাদের জন্যও মসজিদে ইতিকাফ করা জায়েয।

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের রীতিমত ই‘তিকাফ পালন করার কারণে রমযানের শেষ দশ দিনে ইতিকাফ করা গুরুত্বপূর্ণ।

ইতিকাফ একটি চলমান সুন্নাত যা রহিত হয়নি, কারণ তাঁর স্ত্রীগণ রাদিয়াল্লাহু আনহুন্না তাঁর পরে ইতিকাফ করেছিলেন।

التصنيفات

ই‘তিকাফ