“যদি বানী আদমের স্বর্ণ ভরা দুটো উপত্যকা থাকে, তথাপি সে তার জন্য তৃতীয় উপত্যকা হওয়ার কামনা করবে

“যদি বানী আদমের স্বর্ণ ভরা দুটো উপত্যকা থাকে, তথাপি সে তার জন্য তৃতীয় উপত্যকা হওয়ার কামনা করবে

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যদি বানী আদমের স্বর্ণ ভরা দুটো উপত্যকা থাকে, তথাপি সে তার জন্য তৃতীয় উপত্যকা হওয়ার কামনা করবে। তার পেট মাটি ব্যতীত অন্য কিছুতেই ভরবে না। তবে যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ্ তার তওবা কবূল করবেন”।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যদি আদম সন্তান সোনা ভর্তি একটি উপত্যকা অর্জন করে, তবুও তার স্বভাবীয় লোভ-লালসায় সে চাইবে যে, তার কাছে আরো দু’টি উপত্যকা হোক। দুনিয়ার প্রতি তার লোভ বাকী থাকবেই যতক্ষণ না সে মারা যায়। অতঃপর তার কবরের মাটি তার পেট পূর্ণ করবে।

فوائد الحديث

মানুষের অর্থ এবং অন্যান্য পার্থিব ভোগ্য সামগ্রী সঞ্চয়ের আকাঙ্ক্ষার তীব্রতা।

আন-নওয়াবী বলেন: এটি দুনিয়ার প্রতি লোভ, তা সঞ্চয়ের প্রতি ভালোবাসা এবং এর প্রতি আকাঙ্ক্ষার নিন্দা রয়েছে।

যারা নিন্দনীয় স্বভাব থেকে তওবা করে, আল্লাহ তা‘আলা তাদের তওবা কবুল করেন।

আন-নওয়াবী বলেন: হাদীসটি অধিকাংশ আদম সন্তানের দুনিয়ার প্রতি লোভের উপর ভিত্তি করে বলা এবং নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর নিম্নের বাণী দ্বারা এটি সমর্থিত: "আর যে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন।"

التصنيفات

নিন্দনীয় স্বভাবসমূহ, দুনিয়ার প্রতি মোহের নিন্দা