“তোমাদের মধ্যে যে জুমু‘আয় উপস্থিত হয় সে যেন গোসল করে”।

“তোমাদের মধ্যে যে জুমু‘আয় উপস্থিত হয় সে যেন গোসল করে”।

ইবন `উমার রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “তোমাদের মধ্যে যে জুমু‘আয় উপস্থিত হয় সে যেন গোসল করে”।

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি জুমআর সালাতের জন্য আসার ইচ্ছে করে তার প্রতি গুরুত্বারোপ করেছেন যে, তার ফরয গোসলের মতই গোসল করা মুস্তাহাব।

فوائد الحديث

জুমার গোসলের গুরুত্ব এবং এটি জুমার দিন মুমিনের জন্য সুন্নাত। আর এটি সালাতের জন্য যাওয়ার সময় উত্তম।

পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সুগন্ধি নিশ্চিত করা একজন মুসলিমের নৈতিকতা এবং শিষ্টাচারের মধ্যে রয়েছে। লোকদের সাথে দেখা করা, তাদের সাথে মজলিসে বসা, বিশেষত জুমুআ ও জমায়েতের সময় এটি নিশ্চিত করা জরুরি।

হাদীসের বক্তব্যটি তার জন্য যার ওপর জুমুআ ওয়াজিব। কারণ তিনিই তো জুমুআতে আসবেন।

যে ব্যক্তি জুম‘আয় আসে তার জন্য পরিচ্ছন্ন হওয়া ওয়াজিব; তার শরীর থেকে দুর্গন্ধ দূর করার জন্য গোসল করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, যদি সে শুধু অযু করে তাও যথেষ্ট হবে।

التصنيفات

গোসল, জুম‘আর সালাত