“শর্তাবলীর মধ্যে যা পূরণ করার অধিক দাবী রাখে তা হল সেই শর্ত যার মাধ্যমে তোমরা তোমাদের স্ত্রীদের হালাল করেছ।”

“শর্তাবলীর মধ্যে যা পূরণ করার অধিক দাবী রাখে তা হল সেই শর্ত যার মাধ্যমে তোমরা তোমাদের স্ত্রীদের হালাল করেছ।”

‘উকবা ইবনু ‘আমির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “শর্তাবলীর মধ্যে যা পূরণ করার অধিক দাবী রাখে তা হল সেই শর্ত যার মাধ্যমে তোমরা তোমাদের স্ত্রীদের হালাল করেছ।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, শর্তাবলীর মধ্যে যা পূরণ করার অধিক দাবী রাখে তা হল সেই শর্ত যার কারণে কোন ব্যক্তি তার স্ত্রীকে হালাল করে। এগুলো হলো সেসব বৈধ শর্তাবলী যেগুলো বিবাহ বন্ধনের সময় স্ত্রী তার স্বামীর কাছে চেয়ে থাকে।

فوائد الحديث

স্বামী-স্ত্রী উভয়ে উভয়কে দেওয়া শর্তাবলী পুরণ করা ওয়াজিব। তবে সেসব শর্তাবলী ব্যতীত যা হালালকে হারাম অথবা হারামকে হালাল করে।

অন্যান্য শর্তাবলীর চেয়ে বিবাহ বন্ধনের সময় দেওয়া প্রতিশ্রুতি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ; কেননা এসব শর্তের কারণেই লজ্জাস্থান ভোগ করা হালাল।

ইসলামে স্ত্রীর মর্যাদা অপরিসীম। তাই তার শর্তসমূহ পুরণে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

التصنيفات

বিবাহের শর্তসমূহ