“কোন মুসলিম আমার উপর সালাম দিলে আল্লাহ তা‘আলা আমার নিকট আমার রূহটি ফেরত দেন যাতে আমি তার সালামের উত্তর দিতে…

“কোন মুসলিম আমার উপর সালাম দিলে আল্লাহ তা‘আলা আমার নিকট আমার রূহটি ফেরত দেন যাতে আমি তার সালামের উত্তর দিতে পারি”।

আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কোন মুসলিম আমার উপর সালাম দিলে আল্লাহ তা‘আলা আমার নিকট আমার রূহটি ফেরত দেন যাতে আমি তার সালামের উত্তর দিতে পারি”।

[হাদীসটির সনদ হাসান।]

الشرح

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন যে, তার রূহ তাকে ফেরত দেওয়া হয় যাতে দূরের বা কাছের যারাই তাকে সালাম প্রদান করেন তাদের তিনি উত্তর দেন। বারযাখ ও কবরের জীবন হল গায়েবী বিষয়, তার হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না, তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।

فوائد الحديث

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর অধিকহারে সালাত ও সালাম পাঠ করার প্রতি উদ্বুদ্ধ করা।

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের জীবন তাঁর কবরে একজন মানুষ তাঁর বরযাখের জগতে যেমন জীবনযাপন করেন তার মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ জীবন। আল্লাহ তা‘আলা ছাড়া কেউ এর হাকিকত জানে না।

হাদীসের ভেতর যারা আমরা যেমন জীবনযাপন করি তেমন জীবনযাপনের কথা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যাপারে বলেন তাদের কোনো দলিল নেই; যাতে মুশরিকরা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাওয়ার দলিল পেশ না করেন। বস্তুত এটি হল কবরের জীবন।

التصنيفات

নববী বৈশিষ্ট্যসমূহ