“যে ব্যক্তি ফাতিহা পড়ল না তার সালাত নেই।”

“যে ব্যক্তি ফাতিহা পড়ল না তার সালাত নেই।”

উবাদাহ ইবন সামেত রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি ফাতিহা পড়ল না তার সালাত নেই।”

[সহীহ] [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

الشرح

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন , সূরাহ ফাতিহা পড়া ব্যতীত সালাত আদায় করলে তা সহীহ হবে না। এটি সালাতের প্রতি রাক‘আতের একটি গুরুত্বপূর্ণ রুকন।

فوائد الحديث

সালাতে সূরা ফাতিহা পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও এ সূরা ব্যতীত অন্য কোন সূরা পাঠ করলে তা যথেষ্ট হবে না।

যে রাক‘আতে সূরা ফাতিহা পাঠ করা হবে না, সে রাক‘আতটি বাতিল বলে গণ্য হবে, চাই তা ইচ্ছাকৃত হোক, বা অজ্ঞতাবশত হোক বা ভুলবশত হোক। কেননা সূরা ফাতিহা পাঠ করা সালাতের একটি রুকন। আর রুকন কখনোই রহিত বা বাদ হয় না।

ইমামকে রুকু অবস্থায় পেলে মুক্তাদির পক্ষ থেকে সূরা ফাতিহা পড়া রহিত হয়ে যায়।

التصنيفات

সালাতের রুকনসমূহ